উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ভ্রষ্টাচারীদের চার্টার্ড প্লেন, পরিযায়ী শ্রমিকদের জন্য নেই ট্রেনভাড়া, বিজেপিকে আক্রমণ মমতার

February 3, 2021 | 2 min read

আলিপুরদুয়ারে (Alipurduar) প্রাক-নির্বাচনী কর্মীসভায় ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এনআরসি-এনপিআর (NRC-NPR) থেকে বাজেট (Budget) বিজেপিকে (BJP) হুল ফোটানোর একটি সুযোগও ছাড়লেন না। মুখ খুললেন দলত্যাগীদের নিয়েও। মমতার উবাচ, ‘বিজেপিতে গিয়েছো, লঙ্কা কাণ্ড ঘটাবে তোমারই লেজে আগুন দিয়ে।’

মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের সভা থেকে এদিন তোপ দেগে বলেন, ‘ওরা দেশ, জনজাতি বেচে দেবে। জাতপাতে ঝগড়া লাগিয়ে দেবে। ভ্রষ্টাচারীরা প্লেনে যায় আর পরিযায়ী শ্রমিকরা ট্রেনভাড়া পায় না।’ ভ্রষ্টাচারী বলতে যে বিজেপির রাম-লক্ষণ তথা শুভেন্দু রাজীবের কথাই বলা হচ্ছে তা নিয়ে সন্দেহের অবকাশ থাকল না পরের মন্তব্যেই। আত্মবিশ্বাসী মমতা বললেন, ‘বিজেপিতে যারা যেতে চান যেতে পারেন। ভোগীদের যাওয়ার পথ খোলা।’ মমতার কথায়, বিজেপি লোভে, ভোগে ভরে গেছে। দলটা দাঙ্গা করে করে পচে গিয়েছে। ১৫ লক্ষ টাকা দেওয়ার নামে প্রতারণা করেছে বিজেপি, এমনটাই বললেন মমতা।

মঙ্গলবার বর্ধমানে সভা করে মানিক সরকার বলে গিয়েছিলেন, ত্রিপুরা থেকে শিক্ষা নেওয়ার কথা। বাম নেতার সুর মমতার গলাতেও। বললেন, ‘কী অবস্থা ত্রিপুরা-আসামে সেটা ওখানকার রিক্সাওয়ালা-চাওলায়াকে জিজ্ঞেস করলেই জানা যাবে। এনপিআর নিয়ে শক্তিপ্রদর্শন আমাদের এখানে হতে দেবো না।’ মমতার কথায় ‘আমাদের বাঙালি অবাঙালি কিছু নেই। আমরা সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চাই। গুজরাত বাংলা শাসন করবে না। বাঙালির হাতেই থাকবে বাংলার হ্রাস।’ মমতার আশ্বাস ক্ষমতায় এলে, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় শিক্ষা তারাই দেবেন।

মমতা এদিন বিজেপির সোনার বাংলা প্রকল্পকে কটাক্ষ করে বলেন, ‘সোনার বাংলা চাই না, চাই রুটি কাপড় ঘর।’ তিনি আরও একবার পাহাড়ের চা শিল্পের সঙ্গে জড়িত মানুষদের বার্তা দিয়ে বলেন, ‘৫০০ কোটি টাকা বরাদ্দ করেছি চা সুন্দরী পরিকল্পনার জন্য।’ আত্মবিশ্বাসী মমতা বলেন, ‘বিধানসভা নির্বাচন হয়ে যাক, বুঝে যাবেন, তৃণমূলের আসন দখল অত সোজা নয়। সারাজীবন লড়েছি, আরও লড়ব। বিজেপিকে আসন দখল করতে দেব না।’
আসে বাজেট প্রসঙ্গ। মমতা বলেন, ‘মানুষ বিরোধী, কৃষক বিরোধী বাজেট করেছে কেন্দ্র। কেরোসিনের ভর্তুকিটুকুও তুলে দিয়েছ। পেট্রোল জিডেলে সেস লাগিয়ে দিয়েছে।’ পরিবহণ বাজেট প্রসঙ্গ টেনে মমতা বললেন, ‘বাংলায় ৮৫ হাজার কিমি রাস্তা করেছি। এখন বলছে ৬৫০ কিমি রাস্তা করবে।’ নাম না করে মোদীকে বললেন, ‘আপনি আসুন একটু হাঁটি হাঁটি পা পা করে যান।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #migrant workers, #bjp, #chartered flights, #train fares

আরো দেখুন