উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

লোভী আর ভোগীরাই দল ছেড়ে যাচ্ছেন, আলিপুরদুয়ারের কর্মীসভায় বললেন মমতা

February 3, 2021 | 2 min read

আজ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মীসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার তৃণমূল কর্মীরা এই সভায় যোগ দিয়েছেন। দলত্যাগীদের বিরুদ্ধে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মিসভায় যোগ দিয়ে তৃণমূল নেত্রী বলেন, যাঁরা ভোগী, তাঁরাই দল ছেড়ে যাচ্ছেন। যাঁরা যাবেন, চলে যান। প্রকৃত তৃণমূল কর্মীরা কেউ ভোগী নন। তাই তাঁরা দল ছেড়ে যাবেন না।’’

বিধানসভা ভোটের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা। এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর, জলপাইগুড়ি ও কোচবিহারে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেড়মাসের মধ্যে ফের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। কাল তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে। এর আগে গতকাল ফালাকাটায় সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সোমবার শিলিগুড়িতে পৌঁছে উদ্বোধন করেন উত্তরবঙ্গ উৎসবের। মঙ্গলবার ফালাকাটায় (Falakata) গণবিবাহের অনুষ্ঠানে পাত্র-পাত্রীদের হাতে তুলে দেন উপহার সামগ্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তব্যের সারাংশ :

*কেউ কেউ ভয়ে পালিয়ে যাচ্ছে। ভোটের পর বুঝতে পারবে তারা। সবাই বলবে মুখপোড়া বিজেপি। আমরা কর্মসংস্থান ৪০ শতাংশ কমিয়ে দিয়েছি। আমদের বাজেট আছে শুক্রবার। কেন্দ্রীয় সরকার যে বাজেট করেছে, সেটা জনবিরোধী। কেরোসিন, পেট্রোল, ডিজেলে সেস বাড়িয়ে দিয়েছে। ৮ দফা তেলের দাম বাড়িয়েছে। আরও বাড়াবে। বিজেপি আম জনতার পার্টি নয়। বড়লোকদের পার্টি।

*কেউ কেউ এদিক-ওদিক দৌড়ে বেড়াচ্ছে। যে দুর্নীতি করেছে, সে তো পালিয়ে যাবেই। আমি সব জানি, কে কী করেছে। বিধানসভা ভোটের পর দেখে নেব। একটাও আসন পাবে না বিজেপি। সিপিএম-কংগ্রেস কয়েকটা আসন পাবে। আমরা একটাই লক্ষ্য, বিজেপিকে বাংলা থেকে তাড়াব।

*বাংলায় কোনও বিভেদ নেই। পাহাড়ের জনজাতি, আদিবাসী, সবাই আমরা এক হয়ে এখানে কাজ করি। তৃণমূল সরকার গড়লে আপনাদের বিনা পয়সায় রেশন মিলবে, শিক্ষা মিলবে, চিকিৎসা মিলবে, বেতন বাড়বে। জীবনযাত্রা আরও উন্নয়ন হবে। কিন্তু বিজেপি শুধু মিথ্যে কথা বলে। ভোটের পরে পালিয়ে যায়। কী বলেছিল? উত্তরবঙ্গকে সোনার বাংলা করে দেব। আমরা সোনার বাংলা চাই না। খাদ্য, বস্ত্র, বাসস্থান চাই। বিজেপি কিছুই করে না, শুধু বড় বড় কথা বলে। উত্তরবঙ্গের মানুষকে জমির পাট্টা দিয়েছি। আপনারা পাট্টা পেয়েছেন কি পাননি? যত উদ্বাস্তু কলোনিকে আমরা পাট্টা দিচ্ছি। সবাই পাট্টা পাবে, হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু সবাই পাবেন।

*আমরা কালকেও চা বাগানের শ্রমিকদের বাড়ি দিয়েছি। বিনা পয়সায় রেশন চাইলে তৃণমূলকে ভোট দিন, এত দিন বিনা পয়সায় রেশন দিয়েছি, আবারও তৃণমূল ক্ষমতায় থাকবে। বিনা পয়সায় রেশনও দেওয়া হবে। আমরা প্রতিদিন আড়াই লক্ষ স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছি, যাঁরা কার্ড পাননি, বায়োমেট্রিক হয়ে গেলে তাঁরা স্বাস্থ্যসাথীর মতো সুবিধা পাবেন

*নারায়ণী সেনার বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। প্রচুর মানুষের চাকরি হবে। আপনারা মনে রাখবেন, আগামী ৭-৮ দিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আপনারা ভাল থাকবেন। বিজেপি হল ওয়াশিং মেশিন। দুর্নীতিবাজ, চোর, দুষ্কৃতী সব বিজেপিতে যাচ্ছে আর সাফ হয়ে চলে আসছে। আর বলছে বিজেপি জিতবে। বিজেপি কোনও দিন জিতবে না। তৃণমূলই জিতবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Meeting

আরো দেখুন