রাজ্য বিভাগে ফিরে যান

দেশদ্রোহীতার মামলায় অভিযুক্তকে আমন্ত্রণ অমিত শাহর সভায়

February 4, 2021 | < 1 min read

দেশদ্রোহীতার মামলায় অভিযুক্তকে আমন্ত্রণ জানানো হচ্ছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর সভায়।

রথযাত্রা উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) কোচবিহারে আসার কথা আছে। ওই সভায় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিশন – এর অন্যতম শীর্ষ নেতা অনন্ত মহারাজকে (Ananta Maharaj) আমন্ত্রণ জানানো হবে বলে বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতী রাভা জানিয়েছেন।

অনন্ত মহারাজের নামে রাষ্ট্রদ্রোহীতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। রাজ্য পুলিশ তাঁকে খুঁজছে দীর্ঘ দিন ধরে। কোচবিহার রাজবাড়ির ধাঁচে তাঁর নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস আসোসিয়েশন- এর বিরাট বাড়ি থাকলেও সেখানে এখন তিনি নেই।

একজন ফেরার দেশদ্রোহীকে কেন্দ্রীয় মন্ত্রীর সভায় আমন্ত্রণ করা নিয়ে এখন তৃণমূল- বিজেপি বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠছে রাজ্যের আসন্ন ভোটে বিজেপি (BJP) কি দেশের ভালো মন্দও ভুলতে বসেছে?

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Ananta Maharaj, #Amit shah

আরো দেখুন