বন সহায়ক পদে নিয়োগ নিয়ে অনিয়ম হয়েছে, তদন্ত হবে, জানালেন মমতা
দলবদলুরা বিজেপিতে(BJP) গিয়ে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে যেভাবে আস্ফালন করছেন, তা নিয়ে তিনি যে আদৌ ভাবিত নন, তা আবারও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে সেই দলবদলুরা ‘পদে’ থাকাকালীন যে সব কীর্তিকলাপ করেছেন, তা এবার জনতার দরবারে পেশ করতে শুরু করলেন তিনি।
বুধবার আলিপুরদুয়ার(Alipurduar ( প্যারেড গ্রাউন্ডে দলীয় জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে যেমন তোপ দেগেছেন মমতা, তেমনই দলবদলু দুর্নীতিগ্রস্তদের ‘চার্টার্ড ফ্লাইটে’ দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গ উত্থাপন করেও কটাক্ষ করেছেন। বক্তৃতার একদম শেষ পর্বে মমতা বলেন, ‘বন সহায়ক পদে নিয়োগ নিয়ে অনিয়ম হয়েছে। তদন্ত করব।’
উল্লেখ্য, গত বছরের আগস্টের গোড়ায় রাজীব বনমন্ত্রী থাকাকালীন বন সহায়কের প্রায় দু’হাজার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। মাসে ১০ হাজার টাকা বেতনের ওই অস্থায়ী পদের প্রার্থী হিসেবে লকডাউন পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার যুবক আবেদন করছিলেন।