মমতার বাজেটে ভাষা-শিক্ষায় জোর
বিধানসভায় পেশ রাজ্য বাজেট। অর্থমন্ত্রী অমিত মিত্র(Dr Amit Mitra) শারীরিক অসুস্থতার কারণে এ বার বাজেটে(Bengal Budget 2021) পেশ করতে পারছেন না। সেই মতো স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee) এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankhar) অনুমতি নিয়ে বাজেট বক্তৃতা পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে অন্য কোনও মন্ত্রী বাজেট পেশ করছেন, বিভিন্ন রাজ্যে এমন নজির অনেক রয়েছে। কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী বাজেট পেশ করছেন, এমন নজির খুব কমই রয়েছে।
আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। অল্প কিছু দিনের মধ্যেই ভোটের নির্ঘণ্টও ঘোষণা করবে নির্বাচন কমিশন। ফলে তিন মাসের জন্য ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বাজেটে ভাষাশিক্ষায় জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তফশিলি জাতি, উপজাতি ও আদিবাসীদের জন্য ১০০টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করা হবে। এর জন্য় ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অলচিকি ভাষার জন্য ১৫০০ স্কুল তৈরি হবে। এর জন্য ১০০ কোটি টাকা ব্যয়বরাদ্দ করা হয়েছে।
পাশাপাশি, নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি ভাষার জন্য ১০০টি নতুন স্কুল তৈরি করা হবে। আগামী অর্থবর্ষে এর জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এছাড়া, আন-এডেড মাদ্রাসাগুলিকে সরাসরি আর্থিক সাহায্য করা হবে। এর জন্য ৫০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন মমতা।