রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূলে যোগ দিলেন দীপংকর দে

February 5, 2021 | < 1 min read

ভোটমুখী বাংলায় ‘ফিল্মি ফ্রাইডে’-তে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress0 যোগ দিলেন অভিনেতা দীপংকর দে (Dipankar Dey)। তৃণমূল ভবনে ব্রাত্য বসুর উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিলেন অভিনেতা ভরত কল, ‘জলনুপূর’ ধারাবাহিক খ্যাত লাভলি ও রশিদ খানের মেয়ে শাওনা খান। উল্লেখ্য, কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেন টলি নায়িকা কৌশানি, অভিনেত্রী পিয়া সেনগুপ্ত, অভিনেতা সৌরভ দাস।

সবিস্তারে আসছে…

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Bhavan, #Trinamool Congress, #Bharat kaul, #Dipankar De

আরো দেখুন