প্রত্যেক প্রবীণ নাগরিক ও বিধবাকে পেনশন, ঘোষণা বাজেটে
বাংলার প্রত্যেক প্রবীণ নাগরিক এবং স্বামীহারা মহিলা এবার রাজ্য সরকারের পেনশনের আওতায় চলে আসছেন। শুক্রবার রাজ্য বাজেট পেশ করার সময় এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জয় জোহর এবং তফসিলি বন্ধু প্রকল্পের মাধ্যমে সব বয়স্ক তফসিলি জাতিভুক্ত মানুষ ও আদিবাসীকে পেনশন দেওয়া হয়েছে। বর্তমানে ৬০ লক্ষ প্রবীণ নাগরিক, বিধবা, ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে পেনশন দিচ্ছে রাজ্য সরকার। ১৫ লক্ষ বিধবা ভাতার আবেদন জমা পড়েছিল, তার সবটাই দিয়ে দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বিধবা ও প্রবীণ নাগরিকদের পেনশনের জন্য এক হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে ২০২১-২২ আর্থিক বছরের বাজেটে (Bengal Budget)। সেই সঙ্গে জাহেরথান ও মাঝিথানের দরিদ্র মাঝিদের আগামী বছর থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এর জন্য আগামী অর্থবর্ষে ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুঃস্থ মানুষের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মা’ নামে নতুন প্রকল্প তৈরি করেছেন। যার মাধ্যমে বিভিন্ন জায়গায় সকলের জন্য স্বল্পমূল্যে কমন কিচেন (রান্নাকরা খাবার) চালু করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।