দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কালিয়াগঞ্জে মমতার সভার প্রস্তুতি তুঙ্গে

February 6, 2021 | 2 min read

আগামী ১০ ফেব্রুয়ারি, বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ (Kaliaganj) বিধানসভা এলাকার চান্দইল মাঠে তৃণমূল কংগ্রেসের কর্মিসভা করতে আসবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দলীয় কর্মীদের নিয়ে তিনি সভা করবেন বলে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবারই এব্যাপারে দলের উত্তর দিনাজপুর জেলা নেতৃত্বের কাছে খবর এসেছে। তারপর থেকেই সভা সফল করার জন্য জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সভার জায়গাও নির্দিষ্ট করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ১০ ফেব্রুয়ারি দলনেত্রী কর্মিসভা করতে এই জেলায় আসবেন। আমাদের জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার কর্মীদের নিয়েও এই সভা হবে। কালিয়াগঞ্জের চান্দইল মাঠে সভার জন্য জায়গা দেখা হয়েছে। আমরা এখন সভা সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

কানা‌‌ইয়ালালের উপস্থিতিতে শুক্রবার সকালে দলের ইসলামপুর ব্লকের প্রতিটি অঞ্চল কমিটির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ব্লক সভাপতি জাকির হুসেন। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাড়িতেই এই বৈঠক হয়। জাকির সাহেব বলেন, এদিনের মিটিংয়ে অঞ্চল নেতৃত্ব ও বুথের সভাপতিদের ডাকা হয়েছিল। প্রত্যেক বুথের কর্মীরা যাতে সেদিনের সভায় অংশ নেন, সেবিষয়ে আলোচনা করা হয়েছে। নিজ নিজ বুথের কর্মীদের সঙ্গে আলোচনা করে সভায় যোগ দেওয়ার বিষয়টি পাকা করতে বলা হয়েছে। দুপুর ১টায় সভা হবে। ইসলামপুর থেকে কালিয়াগঞ্জের দূরত্ব অনেক। তাই সকাল ৮টার সময় দলীয় কর্মীদের এখান থেকে রওনা দিতে বলা হয়েছে।

এদিকে, শুক্রবার কালিয়াগঞ্জের চান্দইল মাঠে মমতার সভাস্থল খতিয়ে দেখেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মিনা ও রায়গঞ্জ পুলিস জেলার এসপি সুমিত কুমার সহ অন্যান্য আধিকারিকরা। এদিন প্রয়োজনীয় নিরাপত্তা, ব্যবস্থা, মঞ্চ সহ সভার আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। মাঠেই এসব নিয়ে বৈঠক সারেন আধিকারিকরা।

সরকারি কর্তাদের পাশাপাশি এদিন সভাস্থলে যান উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল সহ অন্যান্য নেতৃত্ব। ওই সভায় প্রতিবেশী জেলা থেকে কর্মীদের আসতে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। এমনটাই জানিয়েছেন কানাইয়ালাল। কালিয়াগঞ্জ এলাকা দক্ষিণ দিনাজপুর লাগোয়া। চান্দইলের ওই মাঠের থেকে কয়েক কিমির মধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা শুরু হচ্ছে। তাই সেখানে সভা করা হলে দক্ষিণ দিনাজপুরের কর্মীরাও সহজে আসতে পারবেন। দুই দিনাজপুরের নেতৃত্ব একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে সভার প্রস্তুতি নিচ্ছে। কালিয়াগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যন কার্তিক পাল সম্প্রতি দলবদল করেছেন। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে আরও কয়েকজন স্থানীয় তৃণমূল নেতাও দলবদল করতে পারেন। তাই কালিয়াগঞ্জের সভায় দলের শক্তি প্রদর্শন ও দলবদলুদের কড়া বার্তা দেওয়ার কৌশল নিয়েছে শাসক দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Kaliaganj

আরো দেখুন