রাজ্য বিভাগে ফিরে যান

বাজেটে হলদিয়া-নন্দীগ্রাম সেতুর ঘোষণা, খুশি বাসিন্দারা

February 6, 2021 | 2 min read

কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত ১৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের তেখালির জনসভায় হলদি নদীর উপর হলদিয়া-নন্দীগ্রাম সংযোগকারী সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেটে ওই সেতুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বাজেটে ওই ঘটনার পর হলদি নদীর দুই পাড়ের বাসিন্দারা আশায় বুক বাঁধছেন। আগামী বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) স্বয়ং মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটের মুখে সেতু তৈরির ঘোষণা শাসক দলকে সুবিধা দেবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

হলদিয়া থেকে নন্দীগ্রামের সরাসরি যোগাযোগ নদীপথেই। একদিকে হলদিয়া টাউনশিপ। অন্যদিকে নন্দীগ্রামের চর কেন্দামারি। সাইকেল, বাইক নিয়ে মানুষজন যাতায়াত করতে পারেন। কিন্তু, যানবাহন পারাপার করা যায় না। গ্রীষ্মকালে জল অনেকটা কমে যায়। তখন কাদার উপর হেঁটে লঞ্চে উঠা-নামা করতে হয় বলে দুর্ভোগের শেষ থাকে না। তাছাড়া যানবাহন পারাপারের সুবিধা না থাকায় ৪১ নম্বর জাতীয় সড়ক এবং ১১৬বি জাতীয় সড়ক ঘুরে চণ্ডীপুর হয়ে যাতায়াত করতে হয়। ব্রিজ তৈরি হলে নন্দীগ্রামের মানুষজন সহজেই গাড়িতে হলদিয়ায় পৌঁছতে পারবেন। নন্দীগ্রাম (Nandigram) থেকে সড়কপথে তমলুক কিংবা মেচেদায় আসার জন্য আর চণ্ডীপুর কিংবা নন্দকুমার হাইরোড দিয়ে ঘুরে আসার দরকার পড়বে না। সরাসরি হলদিয়ার উপর তমলুক, মেচেদা আসা যাবে। নন্দীগ্রাম-১ব্লকের কেন্দামারি-জালপাই গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল নেতা শেখ সাহাবুদ্দিন বলেন, হলদি নদীর উপর সেতুর জন্য দুই পাড়ের মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু প্রতীক্ষিত সেই সেতু তৈরির কথা বাজেটে ঘোষণা করলেন। এই ঘোষণায় নন্দীগ্রামের মানুষজন খুশি। আগামী বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী এখান থেকে প্রার্থী হবেন। তার আগে এই ঘোষণায় কর্মীরাও উজ্
জীবিত। সেতু হলে তা কতটা কাজে আসবে, সেব্যাপারে গোটা নন্দীগ্রামের মানুষজন ওয়াকিবহাল।

হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশুশেখর মণ্ডল বলেন, নন্দীগ্রামের প্রচুর মানুষজন কর্মসূত্রে নিয়মিত হলদিয়ায় যাতায়াত করেন। খেয়া পারাপার করেই তাঁদের যাতায়াত করতে হয়। ব্রিজ তৈরি হলে হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক আরও মজবুত হবে। একই সঙ্গে হলদিয়া এবং নন্দীগ্রাম বিধানসভার মানুষ উপকৃত হবেন।

ইতিমধ্যেই নন্দীগ্রামজুড়ে মুখ্যমন্ত্রীর সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এবার ভোটপ্রচারে নন্দীগ্রাম-হলদিয়া সেতুর ঘোষণাই ইস্যু হবে বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। নন্দীগ্রাম এলাকা থেকে সহজেই সব্জি, মাছ হলদিয়া শিল্পাঞ্চলের বাজারে পৌঁছে দেওয়া যাবে। গোটা এলাকার আর্থ-সামাজিক অবস্থার বদল ঘটবে। জেলা পরিষদের সহকারী সভাধিপতি শেখ সুপিয়ান বলেন, হলদিয়া-নন্দীগ্রাম সংযোগকারী সেতু গড়ে উঠলে গোটা এলাকার ছবিটাই বদলে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৮ তারিখের সভায় এনিয়ে রাজ্য সরকার ভাবনাচিন্তা করছে বলে জানিয়েছিলেন। তারপর এদিন তিনিই বাজেটে ওই ব্রিজের কথা ঘোষণা করায় আমরা সকলেই খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #bengal budget 2021

আরো দেখুন