তথ্য যাচাই বিভাগে ফিরে যান

পাকিস্তানের পতাকা হাতে রিহানা? জেনে নিন সঠিক তথ্য

February 7, 2021 | < 1 min read

দাবি

কৃষক আন্দোলন নিয়ে সমর্থন জানিয়েছেন পপ তারকা রিহানা। তারপরেই রিহানাকে তীব্র আক্রমণ করে টুইট করেন কঙ্গনা রানাওয়াত সহ একাধিক বিজেপিপন্থী মানুষ। এরপর হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি। তাতে দেখা যায়, একটি ক্রিকেট স্টেডিয়ামের ব্যাকগ্রাউন্ডে রিহানা পাকিস্তানের পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন। বহু বিজেপি সমর্থক টুইটার, ফেসবুকে ছবিটি পোস্ট করেন। উত্তর প্রদেশের বিজেপি মুখপাত্র সলভ মণি ছবিটি রিটুইটও করেছেন। সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে রিহানার এই ছবি।

সত্যতা

ছবিটি নকল। অন্য একটি ছবি ফটোশপ করা হয়েছে। ২০১৯ সালের আইসিসি ওয়ার্ল্ড কাপের আসরে রিহানা একটি ছবি পোস্ট করেন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ম্যাচের সময়। সেখানে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের পতাকা হাতে দেখা গিয়েছিল তাঁকে। সেই পতাকাটিকে ফটোশপ করে পাকিস্তানের পতাকা বানিয়ে দেওয়া হয়েছে । কৃষক আন্দোলনের প্রতিবাদ করাতেই রিহানার ছবি বিকৃত করা হয়েছে বলে অভিযোগ।
সুতরাং পাকিস্তানের পতাকা হাতে রিহানার ছবি সম্পূর্ণ ভুয়ো।

দেখুন সেই ছবিটি

TwitterFacebookWhatsAppEmailShare

#fake news Rihanna, #Flag, #West Indies, #Fact Check

আরো দেখুন