রাজ্য বিভাগে ফিরে যান

১৬তম বিধানসভার শেষ অধিবেশন আজ

February 8, 2021 | < 1 min read

আজ সোমবার ১৬তম রাজ্য বিধানসভায় সর্বশেষ অধিবেশনের শেষ দিন। ২০১৬ সালে বিধানসভা ভোটের পর ১৬তম বিধানসভা গঠিত হয়েছিল। কয়েক মাসের মধ্যে রাজ্য বিধানসভা নির্বাচন হবে। ভোটের ফলাফল ঘোষণার পর নতুন ১৭তম বিধানসভা গঠিত হবে। চলতি বিধানসভার শেষ অধিবেশনের শেষ দিনে বাজেটের উপর বিতর্কের জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।

অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় গত শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী। ১৯৮৪ সালের পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী বাজেট পেশ করলেন। শনিবার বাজেটের উপর বিতর্ক হয়েছে। সোমবারও বিতর্ক হবে এবং মুখ্যমন্ত্রী জবাবি ভাষণ দেবেন। কয়েকটি অর্থ বিল এদিন বিধানসভায় পাশ করানো হবে। আগামী আর্থিক বছরের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত সরকারি খরচ চালানোর জন্য ভোট অন অ্যাকাউন্টস বিধানসভায় পাশ করানো হবে।

বিধানসভার প্রতি অধিবেশন শেষ হওয়ার সময় প্রথামাফিক ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের উপর বিভিন্ন দলের পরিষদীয় নেতারা বক্তব্য রাখেন। চলতি বিধানসভার শেষ অধিবেশন হওয়ায় এই আলোচনা অন্য মাত্রা নিতে পারে। সর্বশেষ অধিবেশনের শেষে সব বিধায়কের একসঙ্গে লনে দাঁড়িয়ে ছবি তোলার প্রথাও রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#WestBengal, #West Bengal Legislative Assembly, #last session

আরো দেখুন