উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

এবার ফালাকাটায় সরকারি উদ্যোগে কামতাপুরী ভাষার বইমেলা

February 8, 2021 | < 1 min read

রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম সরাসরি কামতাপুরী ভাষার বইমেলা ও সিনেমা প্রদর্শন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীন কামতাপুরী ভাষা অ্যাকাডেমির উদ্যোগে ১০ এবং ১১ ফেব্রুয়ারি কামতাপুরী ভাষার এই বইমেলা হবে ফালাকাটার নান্দনিক প্যালেস মাঠে। বইমেলা ও সিনেমা প্রদর্শন উৎসবে উপস্থিত থাকবেন কামতাপুরী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান বজলে রহমান ও ভাইস চেয়ারম্যান অতুল রায়। উপস্থিত থাকার কথা কামতাপুরী ভাষা অ্যাকাডেমির সদস্য সচিব তথা জলপাগুড়ি তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলা আধিকারিক সূর্য বন্দ্যোপাধ্যায়েরও। এই বইমেলায় কামতাপুরী ভাষার গল্প, উপন্যাস, সাহিত্য, ব্যাকরণ  ও কবিতার বই বিক্রি হবে। বইমেলার সঙ্গে দু’দিন ধরে কামতাপুরী ভাষায় তৈরি টেলিফিল্মও প্রদর্শিত হবে। তাতে তপন রায়, দেবকুমার দাস, অর্জুন বর্মন, মিন্টু ইসলাম, বিনোতা বর্মন সহ উত্তরবঙ্গের বিভিন্ন কামতাপুরী ভাষার টেলিফিল্ম পরিচালকদের ছবি দেখানো হবে। বইমেলায় সিনেমা নিয়ে একটি ওয়ার্কশপও হবে। সিনেমার শুটিংয়ের জন্য উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যকে ব্যবহার করা হয়। কিন্তু এখানে সিনেমা তৈরির পরিকাঠামো নেই। তা নিয়েই ওয়ার্কশপে আলোচনা হবে। কলকাতা থেকে এই আলোচনা করতে আসছেন পরিচালক বিমল দে।

TwitterFacebookWhatsAppEmailShare

#GOVT OF WEST BENGAL, #Falakata, #kamtapuri language, #Book Fair

আরো দেখুন