রাজ্য বিভাগে ফিরে যান

মিথ্যা বলছেন মোদি, বিধানসভায় তোপ মমতার

February 8, 2021 | < 1 min read

আজ, সোমবার বিধানসভায়(Legislative Assembly) বাজেট আলোচনার জবাবি ভাষণে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ক্ষেতমজুর এবং ভাগচাষীদের যুক্ত করতে দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি বলেন, আমি চাই কৃষকরা(Farmers) টাকা পাক। কিন্তু ওদের প্রকল্পে তো দুই একর জমি যাঁদের রয়েছে সেই কৃষকরা টাকা পাবে। আমরা বলেছিলাম আপনাদের কাছে তথ্য আছে সেটা দিন।

কেন্দ্র সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বললেন, এত নির্দয়, নিষ্ঠুর সরকার আমি দেখিনি। তিনি বলেন, ওরা স্টেট পোর্টাল থেকে কৃষকদের হিসেব নেয়নি। নিজেদের পোর্টালে আলাদা করে হিসেব নিয়েছেন। আমরা একবার সার্ভে করে দেখার কথাও বলেছিলাম। ৬ লক্ষ কৃষকের নামের তালিকা দিয়েছে। আমরা আড়াই লক্ষ সার্ভে করে দিয়েছি। আমরা বলেছি প্রতিদিন এক লক্ষ করে সার্ভে করে দেব। আমি একথা জানিয়ে বারবার চিঠিও দিয়েছি। এ বিষয়ে নরেন্দ্র মোদী মিথ্যে কথা বলছেন। এদিন বিধানসভায় প্রধানমন্ত্রীকে দেওয়ার সেই চিঠিও তুলে দেখান মুখ্যমন্ত্রী।

রাজ্যে ৩ লক্ষ ২৯ হাজার কর্মসংস্থানের দাবি করলেন মুখ্যমন্ত্রী। আজ বিধানসভায় একথা জানালেন তিনি। বলেন, ৭২ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগ(Investment) হচ্ছে রাজ্যে। এর ফলে বাংলায় তিন লক্ষ ২৯ হাজার কর্মসংস্থান হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Narendra Modi, #West Bengal Legislative Assembly

আরো দেখুন