দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

কাল বর্ধমানে মাটি উৎসবের উদ্বোধন, প্রস্তুতি তুঙ্গে

February 8, 2021 | 2 min read

কাল, মঙ্গলবার পূর্ব বর্ধমানে(Purba Burdwan) জোড়া কর্মসূচিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রথমে কালনায়(Kalna) তাঁর দলীয় জনসভা রয়েছে। ইতিমধ্যে সেই প্রস্তুতি সেরে ফেলেছে তৃণমূল(TMC) শিবির। তারপর মাটি তীর্থ (Mati Tirtha)কৃষি কথা প্রাঙ্গণে মাটি উৎসবের(Mati Utsab) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তারজন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও। তবে দুটি কর্মসূচিতেই কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। 
রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হতে হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষামাত্র। তার আগেই এই জেলার কালনায় নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের মতে, কালনা মহকুমাজুড়ে বিজেপিও লাগাতার কর্মসূচি করছে। তারই পাল্টা হিসেবে ওই এলাকাকে জনসভার জন্য বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী। 
রাজ্যের শস্যভাণ্ডার বলে পরিচিত এই জেলায় জনসভা থেকে ভোটের আগে দলীয় কর্মীদের যেমন চাঙ্গা করবেন, তেমনই সরকারি মাটি উৎসবে রাজ্যের অন্নদাতাদের জন্য কল্পতরু হতে পারেন তিনি। কিষান ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু প্রকল্প প্রাপকদের হাতে কার্ড তুলে দেবেন বলেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। বর্ধমানে আসার আগেই কৃষকদের সুবিধার্থে দুটি প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। যার মাধ্যমে চাষিদের আয়ের উন্নতি ও কৃষি যন্ত্রপাতি নিয়ে প্রশিক্ষণের সুবিধা মিলবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, করোনা আবহে এবার মাটি উৎসব আদৌ হবে কি না, তা নিয়ে সংশয়ে ছিলাম। তবে অল্প সময়ের মধ্যেও সমস্ত প্রস্তুতি সারা হয়েছে। মাটি উৎসবের মঞ্চ থেকে কৃষকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন বাসিন্দারা। 
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কৃষিকথা উৎসব প্রাঙ্গণে তিনটি  মঞ্চ থাকছে। মূল মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা। অন্য দুটির মধ্যে একটি মঞ্চে থাকবেন লোক শিল্পীরা। অপর মঞ্চে থাকবেন প্রায় ৩০০ জন কৃষক। মঞ্চের পাশেই নির্দিষ্ট স্থানে বসার ব্যবস্থা থাকবে রাজনৈতিক ব্যক্তিদের। 
উদ্বোধন ঘিরে বর্ধমানের মাটি উৎসব প্রাঙ্গণে রীতিমতো সাজো সাজো রব। সেখানে ফুল গাছের পাশাপাশি, সব্জি চাষ করা হয়েছে। রবিবার বিকেলে উৎসব প্রাঙ্গণ ঘুরে দেখেন রাজ্যের দুই মন্ত্রী, মুখ্যমন্ত্রীর কৃষি উপেদেষ্টা প্রদীপ মজুমদার ও জেলাশাসক সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। উৎসবের মূল মঞ্চে যেখানে নির্দিষ্ট ৪০ জন থাকবেন, তাঁদের কোভিড পরীক্ষা করা হয়েছে এদিন। ছুটির দিন হওয়া সত্ত্বেও জেলা পরিষদের অঙ্গীকার ভবনে শেষ মুহূর্তের প্রস্তুতি বৈঠক সেরেছেন মন্ত্রী ও সরকারি আধিকারিকরা। তারপর মেলার মাঠ পরিদর্শনে যান সকলে। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, করোনা পরিস্থিতিতে এই উৎসব আয়োজন করতে হচ্ছে। সবদিকে বাড়তি সর্তকতা নিতে হচ্ছে। যারা মুখ্যমন্ত্রীর মঞ্চে থাকবেন, সকলের কোভিড পরীক্ষা করানো হয়েছে। দুটি কর্মসূচিতেই এক লক্ষ করে জমায়েত হবে। 
উৎসব প্রাঙ্গণে ২০০টি স্টল তৈরি হয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী, চোখের আলোয় প্রকল্পের সুবি

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #Kalna, #Mati Utsab, #mati tirtha, #purba burdwan

আরো দেখুন