দেশ বিভাগে ফিরে যান

গঙ্গার ওপর জলবিদ্যুৎ প্রকল্প করতে বারণ করেছিলাম, মোদীকে নিশানা উমা ভারতীর

February 8, 2021 | < 1 min read

রবিবার উত্তরাখণ্ডে প্রলয়ের পর তছনছ হয়ে গিয়েছে দেবভূমের একাংশ। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে তপোবন বাঁধ। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তপোবন জলবিদ্যুৎ প্রকল্পেরও। এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণ নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, ঠিক তখনই মুখ খুলে মোদী সরকারের অস্বস্তি বাড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী (Uma Bharti )। নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন প্রথম মন্ত্রীসভায় জলসম্পদ মন্ত্রকের দায়িত্ব সামলানো উমা বলেন, ‘মন্ত্রী থাকাকালীন গঙ্গার ওপর জলবিদ্যুৎ প্রকল্পের তীব্র বিরোধিতা করেছিলাম। হলফনামা দিয়ে কেন্দ্রকে সে কথা জানিয়েওছিলাম।’

এই বিপর্যয়কে প্রকৃতির কড়া সতর্কবার্তা বলে মনে করছেন প্রাক্তন মন্ত্রী। ভয়াবহ বিপর্যয়ের পর একাধিক টুইটও করেন তিনি। উমা বলেন, ‘হিমবাহ ধস শুধুমাত্র উদ্বেগজনক নয়, বরং একে চরম হুঁশিয়ারি হিসেবেও দেখা উচিত।’ একইসঙ্গে তিনি এ-ও জানান যে, গঙ্গা ও তার প্রধান শাখা নদীগুলির ওপর জলবিদ্যুৎ প্রকল্প (power projects) তৈরির ঘোর বিরোধিতা করেছিলেন তিনি। উমা ভারতীর কথায়, ‘আমি মন্ত্রী থাকাকালীন হিমালয় উপত্যকার গঙ্গায় বাঁধ তৈরি নিয়ে হলফনামা জমা করেছিলাম। সেই হলফনামায় মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, হিমালয় উপত্যকা খুব স্পর্শকাতর এলাকা। পাশাপাশি, গঙ্গা ও তার মূল শাখা নদীগুলির ওপর জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে নিষেধ করেছিলাম।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #uma bharti, #power project

আরো দেখুন