রাজ্য বিভাগে ফিরে যান

করোনা আবহে ছোট শিল্প সংস্থাকে ৫০ হাজার কোটি ঋণ: অমিত

February 9, 2021 | < 1 min read

চলতি আর্থিক বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে ৯০ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছিল রাজ্য সরকার। স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গত ডিসেম্বর পর্যন্ত ৫০ হাজার কোটি টাকার ঋণ পেয়েছে বাংলার ছোট শিল্প সংস্থাগুলি, দাবি করলেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম আয়োজিত এক সভায় সোমবার অমিত বাবু বলেন, আমরা যে সময় লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম, তখন করোনা সংক্রমণ শুরু হয়নি। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও ডিসেম্বর পর্যন্ত যে ৫০ হাজার কোটি টাকা ঋণ মিলেছে, তা অনেকটাই। আমার ধারণা, চলতি আর্থিক বছর শেষে, অর্থাৎ মার্চ পর্যন্ত সময়ে ঋণের অঙ্ক ৭০ থেকে ৭৫ হাজার কোটিতে গিয়ে পৌঁছবে।

এদিন শিল্পসভায় কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলির শিল্প সংস্থার কর্তারা হাজির ছিলেন। তাঁদের উদ্দেশে অমিত মিত্র বলেন, গত দু’বছরে এই জেলাগুলিতে ১৩ হাজার ৩০৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। নতুন করে কর্মসংস্থান হয়েছে ২ লক্ষ ৪৩ হাজার ৩৫৬ জনের। দেশের গড় আর্থিক বৃদ্ধির তুলনায় পশ্চিমবঙ্গ অনেক ভালো পরিস্থিতিতে আছে। এই সময় বিনিয়োগ আরও বেশি করে আসা উচিত বলে মনে করেন অমিতবাবু। শিল্পপতিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আরও বেশি করে ব্যবসা করুন। আমরা সেটাই দেখতে চাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Amit Mitra

আরো দেখুন