রাজ্য বিভাগে ফিরে যান

‘ওহ লাভলি!’ -ফেসবুকে ভাইরাল কুমড়ো হাতে মদন মিত্রের গান

February 9, 2021 | 2 min read

তার ফেসবুক লাইভে লক্ষ লক্ষ লাইক পড়ে। ভোটার আগে বেশ কয়েক সপ্তাহ ধরে তিনি স্বমহিমায় মঞ্চ কাঁপচ্ছেন। এবার মিউজক ভিডিও বের করার পথে মদন মিত্র (Madan Mitra)। যার ট্রেলার দেখেই কাত হয়েছেন অনেকে। এ রাজ্য়ের মানুষ এক সময় ‘তরমুজের রাজনীতি’ শুনেছে, কিন্তু এবার কুমড়ো-র! বোঝাই যাচ্ছে, প্রাসঙ্গিকতার জন্য়ই কুমড়োর আমদানি।

গানের সুরে মদন বললেন, ‘বাজার থেকে কুমড়ো কিনে জিতবি বলে ভাবলি, ওহ লাভলি।’ নিজের ‘ওহ লাভলি‘ মিমকে হাতিয়ার করেই বিরোধী শিবিরকে কটাক্ষ করেছেন তিনি। জানিয়েছেন, ভালোবাসার মাসে দিদিকে উপহার দেওয়ার জন্য এই গান। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দোপাধ্যায়রা। সোমবার তাঁদেরই কুমড়ো, মুলো, ঢ্যাঁড়শের সঙ্গে তুলনা করেন নেতা।

‘… ফেঁসে গেল কালীরামের ঢোল’-এর সুরেই তাঁদের একহাত নেওয়ার পাশাপাশি এদিন আলিপুর হর্টিকালচার গার্ডেনের বাগানে কুমড়ো কাটতে দেখা যায় বর্ষীয়ান এই রাজনৈতিক নেতাকে। বিধানসভা নির্বাচনের পর তৃণমূলই যে ফের বিজয় পতাকা ওড়াবে, সেই বার্তা দিতেই এহেন পদক্ষেপ। এদিন তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের হঠাৎ কী খেয়াল হয়েছে কে জানে। কুমড়ো কিনতে শুরু করেছে। কোটি টাকার কুমড়ো কেন? বাংলা থেকে কত কোটি টাকা দিয়ে নেতাদের তাঁরা কিনছেন আমরা সব খবর পাচ্ছি। প্রত্যেক সেলিব্রিটির কাছে মেসেজ আসছে BJP-র হয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করার। আমি চ্যালেঞ্জ করছি। তার জন্য কত টাকা লাগবে এই মর্মে যে মেসেজ আসছে তার প্রমাণ রয়েছে আমার কাছে।’

কুমড়োগুলো ফুলো ফুলো, সঙ্গে কিছু ঢ্যাঁড়শ মুলো, কোটি টাকার কুমড়ো গুলো, সঙ্গে কিছু ঢ্যাঁড়শ মুলো, আরে বেচবি বলে ভাবলি? ওহ লাভলি!
-মদন মিত্র

ভোটের আগে ঘোড়া কেনাবেচার ইঙ্গিত দিয়ে মদন বলেন, ‘গণতন্ত্রকে পয়সা দিয়ে কিনে নিতে চাইছেন তাঁরা। তাই আমি বলেছি, কুমড়োগুলো ফুলো ফুলো, সঙ্গে কিছু ঢ্যাঁড়শ মুলো, কোটি টাকার কুমড়ো গুলো, সঙ্গে কিছু ঢ্যাঁড়শ মুলো, আরে বেচবি বলে ভাবলি? ওহ লাভলি!’

ভোটের পর সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া নেতাদের কেউই কদর করবেন না, এই বার্তা দিয়ে মদনের আরও বক্তব্য, ‘মোদি এবং অমিত শাহ সকলের বাড়িতে যাচ্ছেন। ৫৫ রকমের খাবার খাচ্ছেন। পাতে কুমড়ো রাখছেন না কিন্তু। তাই আমি বলেছি, মোদি অমিত শাহ, কুমড়োর ঘ্যাঁট খা।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Songs, #Facebook, #Madan Mitra

আরো দেখুন