ভোগান্তি! ১৫ ও ১৬ মার্চ ব্যাঙ্ক ধর্মঘট
বেসরকারিকরণের প্রতিবাদে ফের দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট(Bank Strike)। আগামী ১৫ ও ১৬ মার্চ দু’দিনের এই ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস(Unite Forum Of Bank Unions)। মঙ্গলবার হায়দরাবাদে বৈঠক করে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের একাধিক সংগঠনের যৌথ মঞ্চ এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। যার জেরে আবারও ভোগান্তির আশঙ্কায় গ্রাহকরা। কারণ, ১৩ মার্চ সে মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ। পরদিন রবিবার ছুটি। অর্থাৎ টানা চারদিন ব্যাঙ্কে কোনও কাজ হবে না। এবারের বাজেটে আইডিবিআই এবং দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারই প্রতিবাদে এই ধর্মঘট। তবে তার আগে দেশের বিভিন্ন প্রান্তে লাগাতার অবস্থান-বিক্ষোভ ও আন্দোলন করবেন ব্যাঙ্ক কর্মী ও অফিসাররা। সংগঠনের কর্তারা জানিয়েছেন, দু’দিনের ধর্মঘটের পরও যদি সরকার বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে না সরে, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন তাঁরা। ব্যাঙ্ক কর্মীদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজেন নাগর বলেন, এটিএম কর্মীদের সংগঠনও এই ধর্মঘটে শামিল হচ্ছে। তাই বেশিরভাগ এটিএম এই দু’দিনের ধর্মঘটে বন্ধ থাকবে।