রাজ্য বিভাগে ফিরে যান

জগন্নাথ দেবের রথযাত্রাকে বিজেপি কালিমালিপ্ত করেছে: মমতা

February 10, 2021 | < 1 min read

আজ রায়গঞ্জের সভামঞ্চ থেকে বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, জগন্নাথ দেবের রথযাত্রাকে বিজেপি কালিমালিপ্ত করেছে। মমতার কটাক্ষ, পাঁচতারা হোটেলের মত রথ তৈরি করেছে। নেতারা জনগণের টাকায় ফুর্তি করছে। এই রথযাত্রা (Rath Yatra) দেখে লজ্জায় মাথা নীচু হয়। রথযাত্রার নামে বিজেপির নাটক দেখতে রাজি নই।

বিজেপিকে আক্রমণ করে তাঁর দাবি, বিজেপির (BJP) খুব টাকার অহংকার। টাকা দিয়ে মানুষেকে তুলনা করা চলে না, টাকার চেয়ে মানুষ, মনুষত্ব, মানবিকতার দাম অনেক বেশি। টাকা দিয়ে চরিত্র গঠন হয় না। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) স্বচ্ছ। কিছু কিছু ভুঁইফোড় যাদের কাজ করতে পাঠিয়েছিলাম, তারা অনেকে গুছিয়ে নিয়ে হঠাৎ করে পালিয়ে গেছে।

তাঁর আরও প্রশ্ন, যাঁরা মানুষ খুন করে, তাঁদের মুখে ধর্মের কথা মানায়? বিজেপি দিনকে রাত, রাতকে দিন করে দেয়। ঘরে বসে ভিডিয়ো তৈরি করছে, যেমন সিনেমা তৈরি করে, যেমন নাটক তৈরি করে। সেই রকম ভিডিয়ো তৈরি করে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিচ্ছে, আর বলছে, দেখুন বাংলায় কী রকম অত্যাচার হচ্ছে।

তিনি মানুষকে অভয়বাণীও শোনালেন, আপনাদের পাহারাদার হয়ে থাকবো, আমি আপনাদের মাথার ওপর আছি কোন চিন্তা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #rath yatra, #Mamata Banerjee

আরো দেখুন