রাজ্য বিভাগে ফিরে যান

বিশ্ব ডাল দিবসে কৃষকদের শুভেচ্ছা মমতার

February 10, 2021 | < 1 min read

বিশ্ব ডাল দিবস উপলক্ষে(World Pulses Day) আজ আবারও কৃষকদের(Farmers) প্রতি সমর্থন জানালেন পশ্চিমবঙ্গের(West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আজ টুইট করে তিনি লেখেন, “আজ বিশ্ব ডাল দিবস। আপনারা জেনে খুশি হবেন যে ২০১১-১২ এবং ২০১৫-১৬ অর্থবর্ষে ডাল উৎপাদনের জন্য কৃষি কর্মণ পুরস্কার পেয়েছে বাংলা। আজকের এই দিনে আমি আবারও সকল কৃষকদের আমার পূর্ণ সমর্থন জানাই।”

কৃষি আইন বিলুপ্তির দাবিতে দুমাসেরও বেশি সময় ধরে দিল্লি সীমান্তে চলছে কৃষক বিক্ষোভ। সেই বিক্ষোভে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঠিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল, কথা বলেছেন ফোনেও। আজ আবারও কৃষকদের সমর্থন জানিয়ে কেন্দ্রকে আরও চেইপ রাখলেন তিনি।

প্রসঙ্গত, খাদ্যে ডালের গুরুত্ব বোঝাতে প্রতি বছর ১০ই ফেব্রুয়ারি বিশ্ব ডাল দিবস হিসেবে পালিত হয়। এই বছরের থিম হল “টেকসই ভবিষ্যতের জন্য পুষ্টিকর বীজ”।

TwitterFacebookWhatsAppEmailShare

#world pulses day, #Mamata Banerjee

আরো দেখুন