খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জামাত জঙ্গি কওসরের ২৯ বছরের জেল
খাগড়াগড় বিস্ফোরণে (Khagragarh Blast) যুক্ত থাকায় জামাত জঙ্গি কওসর আলিকে সাজা শোনাল আদালত। দেশদ্রোহিতা-সহ একাধিক গুরুতর ধারায় তাঁকে ২৯ বছরের জেলের সাজা শুনিয়েছেন বিচারক।
বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় কওসর আলি ওরফে বোমারু মিজানকে ২০১৮ সালের অগাস্ট মাসে গ্রেফতার করে NIA তদন্তে উঠে আসে বাংলাদেশের নাগরিক এই কওসর। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশের অন্যতম নেতা সে। বোমা ও IED তৈরিতে সিদ্ধহস্ত সে। খাগড়াগড়ে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছিল সেই। সেখানে তৈরি বোমা মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচারেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
বুধবার NIA-র বিশেষ আদালত কওসরকে দেশদ্রোহিতা, বিস্ফোরক আইন ও বিদেশি আইনের ধারায় মোট ২৯ বছরের সাজা শুনিয়েছেন। এর আগে খাগড়াগড় বিস্ফোরণে সাজা শুনিয়েছে আদালত। ঘটনায় যুক্ত থাকায় মহিলা জঙ্গি গুলশন আরা বিবি ও ওয়ালিমা বিবিকে ৬ বছরের সাজা শুনিয়েছে আদালত। রেজাউল করিম ও আবদুল হাকিমকে ৮ বছরের সাজা শোনান বিচারক।