ভাড়া বৃদ্ধির দাবিতে ২২ ফেব্রুয়ারি ট্যাক্সি ধর্মঘটের ডাক
ভাড়া বৃদ্ধির দাবিতে ২২ ফেব্রুয়ারি ধর্মঘটের(Taxi Strike) ডাক দিল এআইটিইউসি(AITUC) অনুমোদিত ট্যাক্সিমালিক ও চালকদের সংগঠন। ওইদিন সকাল ৭টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছে তারা। সংগঠনের দাবি, তাদের সমর্থক অ্যাপ ক্যাব মালিক এবং চালকরাও ওইদিন ধর্মঘটে শামিল হবেন। ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় পরিবহণ ভবনের সামনে জমায়েতও করে সংগঠনটি। পরে ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে পরিবহণ কর্তাদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের নেতারা হুঁশিয়ারি দেন, সামনে সপ্তাহ দু’য়েক সময় দেওয়া হল। তার মধ্যে সরকার ভাড়া বৃদ্ধির দাবি মেনে না নিলে, এবং অন্য দাবিগুলির সুষ্ঠু মীমাংসা না করলে ধর্মঘট হবে।
এদিকে, পেট্রল-ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং যাত্রী ওঠানো-নামানোর সময় পুলিসের জুলুমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে কলকাতা অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন। বামেদের সিটু অনুমোদিত এই ইউনিয়নের ডাকে বিক্ষোভকারীরা এদিন পুলিসি জুলুমের প্রতিবাদ করে হাওড়া ট্রাফিক গার্ডের ওসি’কে স্মারকলিপি দেন। সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ জানান, কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির কারণে যেভাবে পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে চালক ও অপারেটরদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে চলছে পুলিসের জুলুম। হাওড়া স্টেশনের সামনে যাত্রী ওঠানো-নামানোর সময় পুলিসের জুলুম নিয়মিত হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তাঁদের। এর সমাধান চেয়ে এদিন স্মারকলিপি জমা দেন তাঁরা। সংগঠনের নেতাদের দাবি, হাওড়া স্টেশনের বাইরে একটি শৌচালয়, অ্যাপ ক্যাবের জন্য পৃথক লেন, পুলিসের অহেতুক ধরপাকড় বন্ধ করার ব্যাপারে আশ্বাস মিলেছে। দাবিগুলি না পূরণ হলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে বলে জানান ইন্দ্রজিৎবাবু।
এদিকে, কলেজের ফি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার বেলুড়ের লালবাবা কলেজের সামনে জি টি রোধ অবরোধ করে এসএফআই। এর জেরে এলাকায় যানজট হয়। পরে পুলিসের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।