উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

এবার আর শূন্য হাতে ফিরব না: মালদায় বললেন মমতা

February 10, 2021 | < 1 min read

সামনেই বিধানসভা নির্বাচন। জেলায় জেলায় সভা করছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আজ তাঁর গন্তব্য ছিল মালদা। সেখানে অনেকটা অভিমানের সুরেই তিনি বললেন, মালদায় (Malda) অনেক কাজ করার পরেও আমাদের ঝুলি শূন্য, তবে এবার আর শূন্য হাতে ফিরব না।

বিজেপিকে (BJP) কটাক্ষ করে তিনি বলেন, ওরা বারবার বাংলায় আসছে। ভাবছে, বাংলা দখল কববে। মমতার মেরুদণ্ড ভেঙে দেবে। কিন্তু আমার মেরুদণ্ড কী ভাঙবে? আমি বাংলায় জিতবই। মমতার সাফ কথা, ওদের ধান্দা হচ্ছে, দিল্লি থেকে বাংলাকে কন্ট্রোল করবে। গুজরাত থেকে কন্ট্রোল করবে। কিন্তু আমার জীবন থাকতে সেটা হতে দেব না।

বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করে তিনি বলেন, কোনও ধর্মকে কেউ অসম্মান করতে পারে না। আমরা রথযাত্রাকে শ্রদ্ধা করি। আর বিজেপির নেতারা একটা বড় বাসের মধ্যে একটা করে হোটেল বানিয়েছে। সেই হোটেলগুলোতে খাচ্ছে-দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। বিজেপি শুধু ফেক ভিডিয়ো তৈরি করছে। সেই ফেক ভিডিয়ো হোয়াটসঅ্যাপে ছড়িয়ে হিন্দু-মুসলিম দাঙ্গা ছড়াচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #malda, #Trinamool Congress

আরো দেখুন