বাংলার শিল্প নিয়ে কটাক্ষ ধনখড়ের, পাল্টা দিলেন অমিতও
একটি সর্বভারতীয় বেসরকারি সংবাদমাধ্যমের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আজ রাজ্য সরকারের নিন্দা করেন রাজ্যপাল জগদীপ ধানকড় (Jagdeep Dhankhar)। তাঁর অভিযোগ, রাজ্যে ভীতির পরিবেশ, এ রাজ্যে কোনও বিনিয়োগ হচ্ছে না। সেই সম্মেলনের মঞ্চেই পাল্টা জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। তাঁর দাবি, রাজ্যপাল ভুল কথা বলছেন। অমিত মিত্রের দাবি, বিনিয়োগ নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তিনি নিজে রাজ্যপালকে দিয়েছেন।
রাজ্যপালের দাবি উড়িয়ে অর্থমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, “যদি রাজ্যে বিনিয়োগের পরিবেশ না থাকে, তাহলে কেন্দ্রীয় সরকার কেন সর্বোচ্চ পুরস্কার দিয়েছে রাজ্য সরকারকে! রাষ্ট্রসংঘ কেন পুরষ্কার দিয়েছে বাংলাকে!”
অমিত মিত্র এদিন আরও বলেন, রাজ্যপাল তাজপুর বন্দরের কথা বলছেন। তাজপুর তো কেন্দ্রের বানানোর কথা ছিল। প্রকাশ্যে এই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। উনি কেন্দ্রকে জিজ্ঞাসা করুন, কেন দেরি হল। কেন্দ্রের অনীহার কারণে রাজ্য সরকারই এই বন্দর তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থমন্ত্রী এদিন রাজ্যে শিল্পের খতিয়ান তুলে ধরে বলেন, “বাংলায় বিপুল বিনিয়োগ হচ্ছে। ৬টা সিমেন্ট কোম্পানি বিনিয়োগ করছে। জার্মান সংস্থা এসে কনস্ট্রাকশন কেমিক্যাল তৈরি করছে। টিসিএসে ৪৪ হাজার চাকরি হয়েছে। এরপর আরও ৫৩ হাজার চাকরি হবে। টিসিএস কলকাতা বেঙ্গালুরুর থেকে আরও বড় হবে। নিউটাউনে সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে। এটা বাংলার সবথেকে বড় বিনিয়োগ। কগনিজেন্ট ১৮ হাজার মানুষ কাজ পেয়েছেন কলকাতায়। লেদার হবে দুই লক্ষাধিক কর্মসংস্থান হয়েছে। দেশের ১৩ শতাংশ লোহা ও স্টিল পশ্চিমবঙ্গে উত্পন্ন হয়।”