পূরণ হয়নি লোকসভা ভোটের সময় দেয়া প্রতিশ্রুতি, “অমিত শাহ জবাব দাও” পোস্টারে ছয়লাপ কোচবিহার
অমিত শাহের (Amit Shah) কোচবিহার (Coochbehar) সফরের মধ্যেই মোদি-শাহ বিরোধী ব্যানার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। “অমিত শাহ জবাব দাও” পোস্টারে ছয়লাপ কোচবিহার শহর।
পোস্টারে দাবি করা হয়েছে, ২০১৯-এর লোকসভা ভোটের আগে নারায়ণী সেনা(Narayani Sena) তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও কেন তা পূরণ হয়নি, তার জবাব চাওয়া হয়েছে। একই ভাবে কোচবিহারে বিমানবন্দর এবং বিভিন্ন গ্রামে মন্দির তৈরির প্রতিশ্রুতিও পূরণ হয়নি বলে ব্যানারে দাবি করা হয়েছে।
বাংলা-অসম ভেঙ্গে পৃথক কোচবিহার রাজ্যের দাবি অমিত শাহের কাছে, উত্তরবঙ্গের কোচবিহার এবং রাজবংশীদের ভোটের বিনিময় শর্ত বিজেপির কাছে পোস্টারে দাবি করা হয়েছে, ২০১৯-এর লোকসভা ভোটের আগে নারায়ণী সেনা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হলেও কেন তা পূরণ হয়নি, তার জবাব চাওয়া হয়েছে। একই ভাবে কোচবিহারে বিমানবন্দর এবং বিভিন্ন গ্রামে মন্দির তৈরির প্রতিশ্রুতিও পূরণ হয়নি বলে ব্যানারে দাবি করা হয়েছে। ওই সব ব্যানার ঘিরে এখন বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
এদিন কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভায় বক্তব্যে অমিত শাহ আবারও প্রতিশ্রুতি দেন, ৫ বছরে সোনার বাংলা তৈরি করে দেবেন।