দেশ বিভাগে ফিরে যান

ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের

February 11, 2021 | < 1 min read

পর পর দু’দিন। মঙ্গলের পর বুধবার ফের বাড়ল জ্বালানি তেলের দাম। এর ফলে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে মোদি জমানায় নতুন রেকর্ড গড়ল পেট্রল ও ডিজেল। বুধবার শহরভেদে পেট্রলের দাম বেড়েছে লিটারপিছু কমবেশি ৩০ পয়সা। ডিজেলের (Diesel) মূল্যও প্রায় ২৫ পয়সা বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এদিন কলকাতায় পেট্রলের (Petrol) দাম ২৯ পয়সা বেড়ে দাঁড়িয়েছে লিটারপিছু ৮৮ টাকা ৯২ পয়সা। পাশাপাশি, ডিজেলের দাম বেড়েছে ২৫ পয়সা। নতুন দাম প্রতি লিটার ৮১ টাকা৩১ পয়সা। মুম্বইয়ে দুই জ্বালানি তেলের দাম বেড়েছে যথাক্রমে ২৯ পয়সা এবং ২৭ পয়সা। এই মূল্যবৃদ্ধির ফলে পেট্রলের নতুন দাম ৯৪ টাকা ১২ পয়সা। পাশাপাশি, সর্বকালের রেকর্ড দাম ছুঁয়েছে ডিজেলও। দেশের বাণিজ্যিক রাজধানীতে ডিজেল বিক্রি হয়েছে লিটার পিছু ৮৪ টাকা ৬৩ পয়সায়। পেট্রলের দামে নতুন রেকর্ড গড়েছে নয়াদিল্লিও। সেখানে পেট্রল ও ডিজেলের নতুন দাম যথাক্রমে ৮৭ টাকা ৬০ পয়সা এবং ৭৭ টাকা৭৩ পয়সা।

এই মূল্যবৃদ্ধির ফলে নাভিশ্বাস উঠছে আম জনতার। তাহলে কি মানুষকে সুরাহা দিতে কিছুটা কর ছাড় দেবে কেন্দ্র? যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে রাজ্যসভায় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিয়েছেন, এক্সাইজ ডিউটি কমানো নিয়ে কোনও ভাবনা-চিন্তা করা হচ্ছে না। দুই জ্বালানির রেকর্ড দামবৃদ্ধিকে অপপ্রচার বলেও উল্লেখ করেছেন তিনি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#petrol, #Petrol Diesel Price Hike

আরো দেখুন