বাড়ল ঘরোয়া বিমানের ভাড়া, মাথায় হাত সাধারণ মানুষের
জ্বালানির দাম বাড়ন্ত! তাই বেড়ে গেল ডোমেস্টিক (ঘরোয়া) বিমানে যাতায়াতের খরচ। আগামী ৩১ মার্চ পর্যন্ত সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে (Airfare Hike) ডোমেস্টিক বিমানের ভাড়া।
এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই, এ বার তা কার্যকর হচ্ছে। ডোমেস্টিক (ঘরোয়া) বিমানের ভাড়া ন্যূনতম ১০ শতাংশ এবং সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দিল্লি টাকা থেকে মুম্বইয়ের ভাড়া ৩,৫০০ টাকা থেকে ১০০০০ টাকার মধ্যে ছিল যা বেড়ে ৩,৯০০ টাকা থেকে ১৩,০০০ টাকা হচ্ছে।
২০২০ সালের মে মাসে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিমানযাত্রার সময়ের উপর নির্ভর করে ভাড়ার শ্রেণি বিন্যাস করেছিল। ওই সময় অসামরিক বিমানের ভাড়া মোট সাতটি শ্রেণিতে ভাগ করা হয়েছিল।
ওই শ্রেণি বিন্যাস অনুযায়ী, ৪০ মিনিট পর্যন্ত বিমানযাত্রার ক্ষেত্রে পুরনো ভাড়া ছিল ২,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা। নতুন ভাড়া হবে ২,২০০ টাকা থেকে ৭,৮০০ টাকা।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের শ্রেণি বিন্যাস অনুযায়ী, ৪০ মিনিট থেকে ৬০ মিনিট পর্যন্ত বিমানযাত্রায় পুরনো ভাড়া ছিল ২,৫০০ টাকা থেকে ৭,৫০০ টাকা। বর্তমানে ওই ভাড়া হবে ২,৮০০ টাকা থেকে ৯,৮০০ টাকা।
বিমান ভাড়ার শ্রেণি বিন্যাস অনুযায়ী, ৬০ মিনিট থেকে ৯০ মিনিট পর্যন্ত বিমানযাত্রার ক্ষেত্রে পুরনো ভাড়া ছিল ৩,০০০ টাকা থেকে ৯,০০০ টাকা। নতুন ভাড়া হবে ৩,৩০০ টাকা থেকে ১১,৭০০ টাকা।
মূলত জ্বালানির দাম বৃদ্ধির কারণে ভাড়া বাড়লেও করোনা পরিস্থিতির কারণে মোট আসন সংখ্যার কম যাত্রী নিয়ে যাওয়ার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বিমান সংস্থাগুলিকে। শেষমেশ তাই পরিস্থিতি সামাল দিতে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।