দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

দক্ষিণ ২৪ পরগনা বইমেলায় ‘দিদি’র বইয়ের চাহিদা আকাশছোঁয়া

February 12, 2021 | 2 min read

সামনেই বিধানসভা নির্বাচন(Bengal Election 2021)। তার আগেই বারুইপুরে (Baruipur) দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলায়(Book Fair) মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের লেখা বই কেনার চাহিদা ছিল তুঙ্গে। ‘জাগো বাংলা’ স্টলে(Jago Bangla Stall) উপচে পড়েছিল ভিড়। মুখ্যমন্ত্রীর বই বিক্রি হয়েছে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকার। এমনই দাবি মেলার আয়োজক বারুইপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য গৌতম দাসের। পাশাপাশি, করোনা আবহের মধ্যেও জেলা বইমেলায় বই বিক্রি হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকার। এমন কথাই জানালেন প্রশাসক শক্তি রায়চৌধুরী। ৪ ফেব্রুয়ারি বারুইপুরের রেল ময়দানে ২৬তম জেলা বইমেলার উদ্বোধন হয়। শেষ হয়েছে ১০ ফেব্রুয়ারি। পুরসভা ও পঞ্চায়েত সমিতি ছিল এর আয়োজক। মোট স্টল ছিল ৫৬টি। এর মধ্যে কলকাতার একাধিক বিখ্যাত বই প্রকাশনী সংস্থারও স্টল ছিল। তার আগে ১৫তম এবং ২১তম জেলা বইমেলাও হয়েছিল বারুইপুরে। আগে ১৫তম জেলা বইমেলার বই বিক্রি হয়েছিল ২৭ লক্ষ টাকা, ২১তম মেলার বই বিক্রির পরিমাণ ছিল ৩৩ লক্ষ টাকার। এবার তা ছাপিয়ে ৪০ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। এমনকী, মুখ্যমন্ত্রীর লেখা বই বিক্রিও ছাপিয়ে গিয়েছে এবারের মেলায়। ১৫তম ও ২১তম মেলায় বই বিক্রি ছিল যথাক্রমে ২০ হাজার ও ৩০ হাজার। অন্যান্য সংস্থার স্টলে বই বিক্রি হলেও বইপ্রেমীদের নজর ছিল ৪৪ নম্বর স্টলে। সেটি ‘জাগো বাংলা’র। ওই স্টলে গিয়ে দেখা গেল, বিভিন্ন গ্রন্থাগারের লোকজন ছাড়াও কিশোর থেকে শুরু করে বয়স্ক সবারই কমবেশি ভিড় লেগে আছে। স্টলের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা ও অঙ্গনা দু’জনেই বললেন, বিক্রির প্রায় ৮০ শতাংশই ছিল ‘দিদি’র লেখা বই। সবুজবাংলা, কন্যার চোখে কন্যাশ্রী, রুদ্রাক্ষ, উপলব্ধি, জীবন সংগ্রাম, বিধানসভায় নির্বাচিত বক্তৃতামালা, অনুভূতি, মা, পরিবর্তন, একান্তে, বাংলার কন্যাশ্রী আজ বিশ্বজয়ী, বিপন্ন ভারত এইসব বইয়ের চাহিদা ছিল তুঙ্গে। বিক্রির হার এতটাই ভালো ছিল যে এর মধ্যে অনেক বইয়ের স্টকও শেষ হয়ে যায়। অনেকেই একাধিক বই কিনেছেন। পুরসভার প্রশাসক বলেন, বইমেলায় এবার ‘হিট’ দিদির লেখা বই। এই বইকেনায় যে বিপুল আগ্রহ মানুষের ছিল তা বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#books, #south 24 parganas, #Mamata Banerjee, #Book Fair

আরো দেখুন