রাজ্য বিভাগে ফিরে যান

হরতাল মানছেন না মানুষ, তাই গায়ের জোরে অবরোধ বামেদের

February 12, 2021 | < 1 min read

বাম-কংগ্রেসের(Left-Congress) ছাত্র এবং যুব সংগঠনগুলির সম্মিলিত নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার হরতাল(Strike) ডেকেছে বামেরা। সেই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকির(Abbas Siddiqui) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট(Indian Secular Front)। কিন্তু এই বনধ উপেক্ষা করে রাস্তায় বেরিয়েছে সাধারণ মানুষ।

সকাল থেকেই কলকাতাতে বেসরকারি বাস, অটো, ট্যাক্সি চলছে। মানুষও বেরিয়েছেন কাজে। হাওড়া এবং শিয়ালদহ স্টেশনেও সকালে ভিড় অন্যান্য দিনের মতোই দেখা গিয়েছে। কিন্তু বেলা বাড়তেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে রেল অবরোধের খবর আসছে। জেলায় বিভিন্ন রাজ্য ও জাতীয় সড়কও অবরোধ করেছেন হরতাল সমর্থনকারীরা।

অন্যান্য বারের মতো শুক্রবারও রাজ্য সরকার জনজীবন স্বাভাবিক রাখতে সচেষ্ট। লালবাজার সূত্রে খবর, শুধু মাত্র মহানগরীতেই মোতায়েন ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন। জোর করে অবরোধ, দোকানপাট বন্ধ এবং গাড়ি আটকানোর চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিন্‌হা রায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Strike, #Bandh, #blockade

আরো দেখুন