রাজ্য বিভাগে ফিরে যান

দীনেশের আচমকা পদত্যাগ, কোনও ব্যাপার না দাবি তৃণমূলের

February 12, 2021 | < 1 min read

দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) ইস্তফা নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। শুক্রবার তিনি বলেন, ‘দীনেশ ত্রিবেদীর ইস্তফায় ঘোড়া কেনাবেচার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’ তাঁর ইস্তফাকে এদিন কটাক্ষ করেন সুখেন্দুশেখর বাবু। 

এদিন সুখেন্দুশেখরবাবু বলেন, ‘রাজ্যসভায় বাজেটের ওপর তৃণমূলের ২ জনের বলার কথা ছিল। আমি ও আবির রঞ্জন বিশ্বাস। আমাদের ২ জনেরই বলা হয়ে গিয়েছিল। তৃণমূলের জন্য বরাদ্দ সময়ও শেষ হয়ে গিয়েছিল। তার পর কী করে দীনেশ ত্রিবেদী সময় পেলেন জানি না। বিষয়টা খতিয়ে দেখতে হবে।’

তিনি জানান, ‘রাজ্যসভায় (Rajya Sabha) বাজেটের ওপর বিতর্কের সময় কোনও মধ্যাহ্নভোজের বিরতি থাকে না। দুপুর দেড়টা নাগাদ আমি সংসদ থেকে বাড়িতে গিয়েছিলাম খাবার ও ওষুধ খেতে। তখন উনি সরকারপক্ষকে ম্যানেজ করে রাজ্যসভায় বলতে ওঠেন। বাজেট নিয়ে বিতর্ক হলেও অন্য প্রসঙ্গে বলতে থাকেন তিনি।’

সুখেন্দুশেখরবাবুর কটাক্ষ, ‘ওনার তো মাঝে মাঝেই দম বন্ধ হয়ে আসে। লোকসভায় হারার পর দম বন্ধ হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে রাজ্যসভার টিকিট পেয়েছিলেন। এখন আবার ওনার দম বন্ধ হয়ে আসছে। এর পর কোনও দিন মোদীর অবস্থা খারাপ দেখলে ওনার আবার দম বন্ধ হতে পারে। এত দম বন্ধ হলে তো মুশকিল।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #sukhendu sekhar roy, #Dinesh Trivedi, #Trinamool Congress

আরো দেখুন