শুভেন্দুতে না! বাঁকুড়া ,পশ্চিম মেদিনীপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ ৫০০ নেতাকর্মীর
শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) বিজেপিতে(BJP) যোগ দেওয়ার পর থেকে জঙ্গলমহলের জেলাগুলিতে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক চলছেই।
বাঁকুড়া (Bankura)এবং পশ্চিম মেদিনীপুরে(Paschim Medinipur) বিজেপি ছেড়ে তৃণমূলে(TMC) যোগ দিলেন ৫০০ নেতাকর্মী। অন্যদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা নেতা বুদ্ধদেব পাল। শুক্রবার পাত্রসায়ের ব্লকের বালসীতে একটি দলীয় অনুষ্ঠানে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন রাজ্যের পঞ্চায়েত দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা(Shyamal Santra)। বুদ্ধদেব পাল ছাড়াও এদিন তাঁর হাত ধরে তৃণমূলে যোগ দেন প্রায় ২০০ বিজেপি কর্মী সমর্থক।
২০১৯ সালে সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দিলে বুদ্ধদেব পাল বিজেপি তে চলে যান। দিন কয়েক আগেই তাঁকে নিজের এলাকাতে আক্রান্ত হতে হয়। সে সময় বুদ্ধদেব পাল দাবি করেন সিপিএম থেকে দলে যোগ দেওয়া নব্য বিজেপি কর্মীদের সাথে মনোমালিন্যের জেরেই তাঁকে আক্রান্ত হতে হয়েছে।
শুক্রবার তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বুদ্ধদেব পাল সহ তাঁর ২০০ জন অনুগামীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। পাশাপাশি, শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই নম্বর ব্লকের আগরবাড় গ্রামে তৃণমূলের একটি অনুষ্ঠানে বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন শতাধিক নেতাকর্মী। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দাঁতন এর বিধায়ক বিক্রম প্রধান সহ অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর বিধায়ক বিক্রম প্রধান বলেন যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তাদেরকে দলে যোগ্য সম্মান দেওয়া হবে। সেই সঙ্গে তিনি তাদেরকে দলের হয়ে কাজ করার নির্দেশ দেন।বিধায়ক বিক্রম প্রধান বলেন আগামী দিনেও বিজেপি ছেড়ে বহু মানুষ তৃণমূলে যোগদান করবেন।