রাজ্য বিভাগে ফিরে যান

অন্যান্য রাজ্যের থেকে কলকাতায় ব্যবসার পরিবেশ অনেক ভালো, প্রশংসায় অম্বুজা গোষ্ঠির কর্ণধার

February 13, 2021 | < 1 min read

কলকাতায় এক বেসরকারি অনুষ্ঠানের মঞ্চে কলকাতায়(Kolkata) ব্যবসার পরিবেশের ভূয়সী প্রশংসা করলেন শিল্পপতি ও অম্বুজা গোষ্ঠীর(Ambuja Group) চেয়ারম্যান হর্ষ নেওটিয়া(Harshvardhan Neotia)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার চার শীর্ষস্থানীয় উদ্যোগপতি হর্ষবর্ধন নেওটিয়া, হেমন্ত কানোরিয়া, বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ ও লক্ষ্মী টি-এর রুদ্র চ্যাটার্জী।

বাংলাকে শিল্প-বাণিজ্যমুখী করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সে প্রসঙ্গে অম্বুজা গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বললেন, “কলকাতায় ব্যবসার পরিবেশ দেশের অন্যান্য অনেক জায়গার তুলনায় ভাল।” তাঁর মতে, বাংলায় শিল্প সম্ভাবনার বিষয়টিকে দেশের বিভিন্ন প্রান্তে কিছুটা রং চড়িয়ে, খানিকটা ভুল ভাবে তুলে ধরা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে, নানা কারণে বাংলার শিল্প-বাণিজ্যের পরিস্থিতিটা ভুল ভাবে দেখানো হয়েছে। বাংলায় শিল্প নিয়ে ধারণাটা এ বার সকলকে বদলাতে হবে।

অম্বুজা গোষ্ঠীর কর্ণধারের মতে, বাংলার বাণিজ্য অনেকটাই কলকাতা ও হলদিয়া বন্দরের উপর নির্ভরশীল। এগুলি নদী ভিত্তিক বন্দর হওয়ার কারণে সরকারকে এই দুই বন্দরের নাব্যতা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এর পাশাপাশি তিনি বলেন, “মেট্রো রেল কলকাতা ক্ষেত্রে বড় ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে। শহরের প্রায় ১৮০ কিলোমিটার এলাকা মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থার আওতায় আসতে চলেছে। তাই যত দ্রুত সম্ভব কলকাতা মেট্রো রেলের সম্প্রোসারণের বাকি কাজ সেরে ফেলতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Business, #harshvardhan neotia, #Bengal

আরো দেখুন