উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

সবুজসাথীর সাইকেলে চেপে রাজ্যের বিরুদ্ধে আন্দোলনে বিজেপি

February 13, 2021 | 2 min read

রাজ্য সরকারের(Govt Of West Bengal) বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) আন্দোলনে নেমেছে বিজেপির মহিলা মোর্চা(BJP Mahila Morcha)। সাইকেল র‌্যালির মাধ্যমে এলাকায় ঘুরে ঘুরে বর্তমান সরকার যে কতটা খারাপ, সেকথাই তুলে ধরছেন মোর্চার সদস্যরা। আর এই কাজে তাঁদের ভরসা রাজ্য সরকারেরই দেওয়া সবুজসাথীর সাইকেল(Sabooj Sathi Cycle)! এই ঘটনায় বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল(TMC)।
পড়ুয়াদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর সবুজসাথী প্রকল্পটি চালু করে। এই প্রকল্পে পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় সেই সবুজসাথীর সাইকেলে চেপেই বিজেপির মহিলা মোর্চার সদস্যরা মিছিল করেন। সেই মিছিল থেকে আবার স্লোগান ওঠে ‘এই সরকার চাই না।’ সরকার চাই না, অথচ সবুজসাথীর সাইকেল চাই, কটাক্ষ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি গৌতম দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও দিনই রং দেখে উন্নয়ন করেন না। রাজ্যের প্রত্যেক বাসিন্দা আজ আমাদের সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করছেন। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী সবুজসাথী সাইকেল দিয়েছেন। কিন্তু ছাত্রছাত্রীদের সেই সাইকেল বিজেপি নিজেদের রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে ব্যবহার করছে। এর থেকে নোংরা রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ আর কিছু হতে পারে না। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীনদয়াল উপাধ্যায়ের আত্মবলিদান দিবস উপলক্ষে গোটা রাজ্যে মহিলা মোর্চার তরফে সাইকেল র‍্যালি বের করা হয়। এজেলায় এই উপলক্ষে বিজেপির মহিলার মোর্চার সদস্যদের পাশাপাশি দলের নেতাদেরও সাইকেল র‍্যালিতে অংশ নিতে দেখা যায়। অভিযোগ, সেই সাইকেল র‍্যালিতে বিজেপির নেতা-কর্মীরা যে সাইকেল ব্যবহার করেছেন, তার  প্রায় ৯০ শতাংশ সাইকেলই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজসাথী প্রকল্পের সাইকেল। দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সভাপতি বিনয় বর্মন বলেন, রাজ্যজুড়ে সাইকেল র‍্যালি হয়েছে। আমাদের জেলাতেও ব্যাপক সাড়া পড়েছে। মুখ্যমন্ত্রী সবুজসাথীর সাইকেল ছাত্রছাত্রীদের জন্য দিয়েছেন, একথা ঠিক। তবে আমাদের কর্মীদের অনেকেরই হয়তো সাইকেল নেই। তাই তাঁরা বাড়ির ছেলেমেয়েদের সাইকেল ব্যবহার করেছেন। তৃণমূলের নেতারা দাবি করেছেন, উন্নয়ন এতটাই ঘরে ঘরে পৌঁছে গিয়েছে যে, যাঁরা সরকারের বিরুদ্ধে কুৎসা করছেন, তাঁরাও সেই উন্নয়নকে অস্বীকার করতে পারছেন না। সরকারের দেওয়া সবুজসাথীর সাইকেলে চেপে বিজেপি র‍্যালি বের করায় বর্তমান সরকারের উন্নয়নেরই প্রচার হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#sabooj sathi, #BJP Mahila Morcha

আরো দেখুন