বিনোদন বিভাগে ফিরে যান

বাংলার পর এবার হিন্দিতেও আসছে ‘খড়কুটো’

February 14, 2021 | 2 min read

অন্যান্য সব ধারাবাহিককে টেক্কা দিয়ে এখন টিআরপি (TRP) শীর্ষে রয়েছে জনপ্রিয় সিরিয়াল খড়কুটো (Khorkuto)। ৭.৩০ টা বাজলেই প্রতিটা বাড়িতেই একই সঙ্গে শুরু হয়ে যায় এই সিরিয়াল দেখার ধুম। তার একটাই কারণ, এই ধারাবাহিকে কাহিনির নতুনত্ব, একান্নবর্তী পরিবারে মিলেমিশে থাকার মজা আর, সৌগুনের মিষ্টি প্রেম।

‘খড়কুটো’তে ছটফটে, মিষ্টি মেয়ে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)। আর সৌজন্যের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কৌশিক রায় (Koushik Roy)। সিরিয়ালে গোমড়ামুখো সৌজন্যের সাথে বিয়ে হয়েছে গুনগুনের। বাবার কথায় মাত্র ৩৬৫ দিনের জন্য সৌজন্যকে বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছে গুনগুন। তারপর সে গ্র‍্যাজুয়েশনের পরীক্ষায় পাশ করে গেলেই ফের বাবার কাছে চলে যাবে এই ছিল শর্ত।

কিন্তু বিয়ের পর থেকেই সেই সব শর্ত যেন ক্রমেই উধাও হয়ে গিয়ে, সৌজন্য এবং গুনগুনের একে অপরের প্রতি তৈরি হচ্ছে অধিকারবোধ। দুজন দুজনকে চোখে হারাচ্ছে যেন। গুনগুন ঘুমোনোর সময় টেডিবিয়ারের বিকল্প হিসেবে সৌজন্যের হাত পেয়েই বেজায় খুশি। আর সৌজন্যরও গুনগুনের এই আবদার বেশ ভালো লাগতেই শুরু করেছে।

সৌজন্য গুনগুনের এই প্রেমের রসায়নে মশগুল গোটা টলিপাড়াই। এবার বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক পসার জমাতে চলেছে বলিউডেও। মোহর, শ্রীময়ীর পর এবার হিন্দি ভাষাভাষীদের জন্যেও আসতে চলেছে খড়কুটোর রিমেক। ধারাবাহিকের লেখক শৈবাল ব্যানার্জী (Saibal Banerjee) আর লীনা গাঙ্গুলী (Leena Ganguly) ‘খড়কুটো’ ধারাবাহিকের হিন্দি ভার্সান তৈরি করবেন বলে জানিয়েছেন, আর এই কারণেই তাদের কিছুদিন মুম্বইতে গিয়েও থাকতে হতে পারে বলে জানিয়েছেন তারা।

একটি সাক্ষাৎকারে লীনা গাঙ্গুলি জানান, খড়কুটোর পাশাপাশি ইচ্ছেনদী ধারাবাহিকটিরও হিন্দি রিমেক করার পরিকল্পনা রয়েছে তার। হিন্দি ধারাবাহিকে অভিনয়ের ক্ষেত্রে লীনা কৌশিক তৃণাকেই ভাববেন নাকি কোনো নতুন মুখ দেখা যাবে? এর উত্তরে তিনি জানান, ‘সেটা একটা ধারাবাহিক তৈরি করার পর বুঝতে পারব। তবে আমি বাঙালি অভিনেতাদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। তাই চেষ্টা করব যাতে এখানকার ভালো প্রতিভারা হিন্দিতেও কাজ করতে পারেন’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Khorkuto serial

আরো দেখুন