মহাসমারোহে পালিত হবে স্বামীজির কলকাতা প্রত্যাবর্তন দিবস
স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১২৫ তম কলকাতা প্রত্যাবর্তন ও আলমবাজার মঠে পদার্পণ দিবস আগামী ১৯ ফেব্রুয়ারি এবারও সাড়ম্বরে পালিত হবে। উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ শনিবার জানান, ওইদিন সকাল ১০টায় বজবজ স্টেশনে বিশেষ অনুষ্ঠান ও সুসজ্জিত বিবেকানন্দ স্পেশাল ট্রেন শিয়ালদহ স্টেশনের উদ্দেশে রওনা দেবে। সকাল ১১ টায় শিয়ালদহে অভ্যর্থনা ও শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তা সন্ধ্যায় আলমবাজার মঠে এসে পৌঁছবে।
সেখানে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন মঠ‑মিশনের সন্ন্যাসী মহারাজ সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব। শোভাযাত্রায় অংশ নেবে বিভিন্ন আশ্রম, স্কুল, কলেজ, ক্লাব‑সংগঠনের ছাত্র‑যুবরা। কমিটির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শিকাগো বিশ্ব ধর্মমহাসভার পর ১৮৯৭ সালে ১৮ ফেব্রুয়ারি রাতে স্বামীজি জাহাজে করে বজবজে পৌঁছন। ওইদিন তিনি রেল স্টেশনের প্রতীক্ষালয়ে বিশ্রাম নেন। পরদিন বিশেষ ট্রেনে করে পৌঁছন শিয়াদহ স্টেশনে। সেখানে স্বামীজিকে মহাসমারোহে বরণ করে নেওয়া হয়। রিপন কলেজের ছেলেরা স্বামীজির ঘোড়ার গাড়ির নিজেরাই টেনে নিয়ে যান। ওইদিন তিনি বাগবাজারে পশুপতি বসুর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। সন্ধ্যায় আলমবাজার মঠে এসে পৌঁছন। এই আলমবাজার মঠই পরবর্তীতে রামকৃষ্ণ ভাবান্দোলনের দ্বিতীয় মঠ রূপে পরিচিত হয়ে ওঠে।