পেট্রোল, গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, অসহায় সাধারণ মানুষ
একদিকে পেট্রল-ডিজেল, অন্যদিকে রান্নার গ্যাস। কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্তের জাঁতাকলে প্রাণ ওষ্ঠাগত মধ্যবিত্তের। রবিবারও পেট্রলের (Petrol) দাম বেড়েছে লিটার পিছু ২৯ পয়সা। ডিজেলের ৩২ পয়সা। এই নিয়ে টানা ছ’দিন দাম বাড়ল জ্বালানি তেলের। এদিনের দাম বৃদ্ধির ফলে কলকাতায় পেট্রলের দাম ২৮ পয়সা বেড়ে এই প্রথম ৯০.০১ টাকায় পৌঁছল। ৩২ পয়সা বেড়ে ডিজেল হয়েছে ৮২.৬৫ টাকা। ভ্যাট বেশি হওয়ার কারণে দেশের মধ্যে পেট্রলের সবচেয়ে বেশি দর রাজস্থানে। এর মধ্যে শ্রী গঙ্গানগরে দাম সেঞ্চুরি করতে চলেছে। রবিবার এখানে পেট্রলের দর ছিল ৯৯.২৯ টাকা। পাশাপাশি, আজ, ১৫ ফেব্রুয়ারি সোমবার থেকে রান্নার গ্যাসের দাম কলকাতায় আরও ৫০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্র। এর ফলে আজ থেকে ১৪.২ কেজি সিলিন্ডারের বাজারদর হবে ৭৯৫.৫ টাকা। তবে বাণিজ্যিক অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডারের দাম সাড়ে ৯.৫ টাকা কমছে। আজ থেকে এই সিলিন্ডারগুলির দাম হবে ১৫৮৯ টাকা। এই নিয়ে চলতি মাসে তিনবার রান্নার গ্যাসের দাম ঘোষণা করল কেন্দ্র। তবে গ্যাসের দাম বাড়লেও ভর্তুকির অঙ্ক বাড়ছে না।
গতকালই পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) জ্বালানির দামের এই ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য তেল উৎপাদনকারী দেশগুলিকে কাঠগড়ায় তুলেছিলেন। কিন্তু বিরোধীদের অভিযোগ, কেন্দ্র যেভাবে জ্বালানির উপর শুল্ক আরোপ করে কোষাগার স্ফীত করার কাজ চালাচ্ছে, তাতে দেশের বাজারে পেট্রল-ডিজেলের দাম বাড়বেই। কংগ্রেসের অধীর চৌধুরী এদিন ট্যুইটে কেন্দ্রকে কটাক্ষ করেছেন, ‘এখন আত্মনির্ভর ভারত এক নতুন শীর্ষে পৌঁছতে চলেছে। খুব শীঘ্রই নরেন্দ্র মোদিজি পেট্রলের দাম ১০০ টাকা করবেন।’ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ‘কেন্দ্রের লক্ষ্য হল মানুষকে কোণঠাসা করো, রোজগার, রুটি-রুজিতে আঘাত করো।’