দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

সোনারপুরে আদি বনাম নব্য বিজেপির সংঘাত তুঙ্গে, হেস্টিংসে ঘেরাও লকেট

February 15, 2021 | < 1 min read

আবার চরমে উঠল বিজেপির আদি এবং নব্য গোষ্ঠীদ্বন্দ্ব। দিন কয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সোনারপুরের (Sonarpur) এক নেতাকে দলের পদাধিকারী করে দেওয়ার প্রতিবাদে কয়েক হাজার বিজেপি সমর্থক কে নিয়ে কলকাতায় বিজেপির নতুন অফিস হেস্টিংসের এরকম করলেন পুরনো বিজেপি নেতা শুভঙ্কর।

হেস্টিংসে পার্টি অফিসে বিক্ষোভ বিজেপি (BJP) কর্মীদের। সোনারপুরের এক নেতাকে দলীয় পদ থেকে অপসারণের প্রতিবাদ। হেস্টিংসে বিক্ষোভ বিজেপি নেতা শুভঙ্কর দত্ত মজুমদারের অনুগামীদের।

দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক বিজেপি সাংগঠনিক জেলার দায়িত্ব সামলেছেন শুভঙ্কর দত্ত মজুমদার (Shubhankar Dutta Majumder) নামে এক নেতা। জনপ্রিয়ও ছিলেন তিনি। কিন্তু একুশের ভোটের আগে আচমকাই তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দলের সাধারণ কর্মী হিসেবে নিয়োগ করা হয়।

হেস্টিংসের অফিসে এসে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তিনি বিষয়টি নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিলেন

TwitterFacebookWhatsAppEmailShare

#sonarpur, #bjp, #Locket Chatterjee

আরো দেখুন