উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সূচনা

February 15, 2021 | 2 min read

আজ, সোমবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে এই সূচনা করবেন। এই খবর পঞ্চানন বর্মার জন্মভিটা খলিসামারিতে ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে খুশির হাওয়া ছড়িয়েছে। এই উপলক্ষে আজ, খলিসামারিতে দ্বিতীয় ক্যাম্পাসের জায়গায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মনীষীর জন্মভিটা খলিসামারির পাশের মহিষমুড়ি গ্রামে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করা হবে। ইতিমধ্যেই ১৩.৮ একর জিরো খতিয়ানের জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তর হয়েছে। এই জমিতেই রবিবার পঞ্চানন বর্মার জন্মদিবস পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি এদিন রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের পক্ষ থেকে খলিসামারি ও মাথাভাঙা পচাগড় গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন মোড়ে ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মার জন্মদিবস পালন করা হয়। পঞ্চানন মোড়ে মনীষীর ব্রোঞ্জের মূর্তিতে মাল্যদান করেন অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়নমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।

প্রসঙ্গত, বিগত বাম আমলে পঞ্চানন বর্মার জন্মভিটা খলিসামারিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলন শুরু হয়। রাজ্য সরকার মনীষী পঞ্চানন বর্মার নামে কোচবিহার শহরের উপকণ্ঠে কৃষি ফার্মের জমিতে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। এরপর খলিসামারিতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস করার দাবি তোলেন পঞ্চানন অনুরাগীরা। তাদের দাবি মেনে খলিসামারিতে দ্বিতীয় ক্যাম্পাস তৈরির ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি হস্তান্তর না হওয়ায় এতদিন দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করা সম্ভব হয়নি। কয়েক দিন আগেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে ১৩.৮ একর জমি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর হওয়ার পরই দ্বিতীয় ক্যাম্পাসের কাজের ব্যাপারে তৎপর হয়েছে রাজ্য সরকার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আপাতত এই ১৩.৮ একর জমির উপরেই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হবে। এলাকার বাসিন্দারা স্বেচ্ছায় যে জমিদান করতে ইচ্ছুক সেই জমি হস্তান্তর হলে পরবর্তীতে সেখানে কাজ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, দ্বিতীয় ক্যাম্পাস করার জন্য স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছায় ৫০ একর জমি দান করার ইচ্ছে প্রকাশ করেছেন।

এব্যাপারে মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, সোমবার খলিসামারির মহিষমুড়িতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (Panchanan Barma University) দ্বিতীয় ক্যাম্পাসের কাজের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি কলকাতা থেকে এই সূচনা করবেন। এই উপলক্ষে দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে একটি অনুষ্ঠান করা হবে। আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন তা কাজে করে দেখান। খলিসামারির মানুষের দীর্ঘদিনের দাবি মেনে দ্বিতীয় ক্যাম্পাস করা হল। দ্বিতীয় ক্যাম্পাসের কাজের সূচনার খবরে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনকারী গিরিন্দ্রনাথ বর্মন। তিনি বলেন, মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে খলিসামারিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস করলেন। আমরা পঞ্চানন বর্মার অনুরাগীরা তাঁকে অসংখ্য ধন্যবাদ জানাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Panchanan Barma University

আরো দেখুন