রাজ্য বিভাগে ফিরে যান

একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ

February 16, 2021 | < 1 min read

একধাক্কায় অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বাড়েনি মৃত্যুও। উলটে সামান্য বেড়েছে সুস্থতার হারও। সবমিলিয়ে রাজ্যের গত ২৪ ঘণ্টায় করোনা পরিস্থিতি স্বস্তি দিচ্ছে প্রশাসন ও আমজনতাকে।

চলতি বছরের শুরু থেকেই রাজ্যের কোভিড (Covid 19) পরিস্থিতির উন্নতি ঘটেছে। তবে মাঝেমধ্যে দৈনিক সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে। এরই মাঝে রবিবারের তুলনায় সোমবার অনেকটাই কমল বাংলার দৈনিত করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। ফলে এদিন রাজ্যের মোট কোভিড সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭২ হাজার ৭৭৮ জন।

এদিনের সরকারি তথ্যের নিরিখে দৈনিক সংক্রমণের শীর্ষে সেই উত্তর ২৪ পরগনা। একদিনে ঘনবসতিপূর্ণ জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। তবে এ রাজ্যের তিন জেলা কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়গ্রামে নতুন করোনা আক্রান্তের হদিশ মেলেনি।

এদিকে রাজ্যে বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২৫৮ জন। ফলে বাংলায় মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৫৮ হাজার ৫৩৫ জনের। আপাতত রাজ্যের সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৫২ শতাংশ।

তবে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের সবচেয়ে স্বস্তি দিচ্ছে এ রাজ্যের করোনায় মৃত্যুর পরিসংখ্যান। পরপর ২ দিন এ রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে মাত্র একজনের। গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমানের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। বাকি জেলাগুলিতে কোনও মৃত্যু নেই। এ পর্যন্ত এ রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ২৩৩ জনের।

TwitterFacebookWhatsAppEmailShare

#CoronavirusPandemic, #Coronavirus

আরো দেখুন