রাজ্য বিভাগে ফিরে যান

ফাঁকা মাঠেই সভা করলেন দলবদলু রাজীব, পার্থসারথিরা

February 16, 2021 | 2 min read

‘পরিবর্তন যাত্রা’কে সামনে রেখে সোমবার বীরনগরে সভা করে বিজেপি (BJP)। সভায় দলবদলু দুই নেতা ও গেরুয়া শিবিরের এক রাজ্য নেতা উপস্থিত ছিলেন। কিন্তু ছোট মাঠে কর্মী-সমর্থকদের সংখ্যা এত কম ছিল যে ফাঁকা মাঠে ওই নেতাদের সভা করে ফিরতে হয়েছে। এনিয়ে বিধানসভা ভোটের (West Bengal Election 2021) আগে গেরুয়া শিবিরের অন্দরে জল্পনা শুরু হয়েছে। পদ্ম শিবিরের অনেকে আবার দলবদলু নেতাদের উপস্থিতিকেই এর জন্য দায়ী করেছেন। তাঁরা বলেন, দলবদলুদের কারণেই নিচুতলার কর্মী-সমর্থকদের একাংশ সভায় অংশ নেয়নি। যদিও গেরুয়া শিবিরের নেতাদের দাবি, এদিন পরিবর্তন যাত্রার রথ বের হয়েছিল। যে কারণে অনেকেই সেই যাত্রায় অংশ নিয়েছিলেন। তাই তাঁদের পক্ষে সভায় অংশ নেওয়া সম্ভব হয়নি।

এদিন দুপুরে শহরের লাইব্রেরি মাঠে ওই সভা করে বিজেপি। সেখানে বিকেলে অংশ নেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দলবদলু নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) । এছাড়াও দুপুর থেকেই মাঠে ছিলেন রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায় (Parthasarathi Chatterjee) । সভার শেষ লগ্নে মঞ্চে হাজির হন বিজেপির রাজ্য নেতা শমীক ভট্টাচার্য।

এদিন সভা শুরুর আগে মঞ্চের সামনে দাঁড়িয়ে এক যুবক ছবি তুলছিলেন। যা নিয়ে বিশৃঙ্খলা হয়। এমনকী ওই যুবককে ব্যাপক মারধর করে বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ। পুরসভা ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবকের নাম পার্থ বিশ্বাস। তিনি তৃণমূলের সক্রিয় কর্মী। বিজেপির বীরনগর শহর মণ্ডলের সভাপতি সুজন বালা বলেন, তৃণমূলের ওই কর্মী আমাদের সভায় এসে ছবি তুলছিল। এমনকী নিজেকে ডিআইবির লোক পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে ঢোকে। পরে ওকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।

যদিও পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ওই যুবক তৃণমূল করলেও ফোটোগ্রাফি ওর নেশা। বিভিন্ন অনুষ্ঠানে ও ছবি তোলে। পুলিস জানিয়েছে, ওই যুবকের থেকে কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। এমনকী ও গণধোলাই থেকে বাঁচতে যে জঙ্গলে আশ্রয় নিয়েছিল সেখানে তল্লাশি চালিয়ে কিছু উদ্ধার হয়নি। এদিন সন্ধ্যা পর্যন্ত এনিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ হয়নি। কিন্তু বিজেপি পরিবর্তন যাত্রা বা সভায় যে লোক হচ্ছে না এদিন ফের তা স্পষ্ট হয়ে গিয়েছে। এদিনও সভায় তেমন লোক হয়নি। দুপুর থেকে শুরু হওয়া সভায় সময় যত গড়িয়েছে ততই মাঠ ছাড়তে শুরু করেন কর্মীরা। রাজ্য নেতার বক্তব্য চলাকালীন মঞ্চের সামনের সারির চেয়ার ফাঁকা ছিল। যদিও এব্যাপারে বিজেপির শহর মণ্ডলের সভাপতি ওই বিশৃঙ্খলাকে দায়ী করেছেন। তিনি বলেন, অনেকেই ভয়ে মাঠে ঢুকতে পারেননি। তবে এদিন মাঠের বাইরে বহু মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে রাজীববাবু মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তৃণমূল নিজেদের স্বার্থে রাজনীতি করে, মানুষের স্বার্থে নয়। ওরা স্বেচ্ছাচারী দল। গণতন্ত্র মানে না। ওরা এখন গদ্দার, মীরজাফরের কথা বলছে। কিন্তু ওই দলে অনেক বিভীষণ ঢুকে রয়েছে। পাশাপাশি খেলা হবে প্রসঙ্গ তুলে তিনি বলেন, রক্তের হোলি খেলা খেলতে চাইছে তৃণমূল। তবে তিনি স্বীকার করে বলেন, সিপিএমের ৩৪বছরের রাজত্বের পর তৃণমূল (Trinamool) সরকার কাজ করেছে। কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে। আমরা ক্ষমতায় এলে মানুষের স্বার্থে আরও ভালো করে কাজ করতে চাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Rajib Banerjee, #West Bengal Election 2021, #Parthasarathi Chatterjee

আরো দেখুন