রাজ্য বিভাগে ফিরে যান

বাগদায় গুরুচাঁদ ঠাকুরের মূর্তি উন্মোচন মমতার

February 16, 2021 | < 1 min read

বাগদায় গুরুচাঁদ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করল তৃণমূল পরিচালিত বাগদা পঞ্চায়েত সমিতি। প্রায় দু’লক্ষ টাকা খরচ করে ফাইবারের মূর্তিটি তৈরি করা হয়েছে। বাগদার হেলেঞ্চার ত্রিকোণ পার্কের আইল্যান্ডে ওই মূর্তিটি বসানো হয়েছে। সোমবার বিকেলে নবান্ন থেকে মূর্তিটির ভার্চুয়াল উন্মোচন করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উদ্বোধনী অনুষ্ঠানে মতুয়া (Matua)ভক্তরাও হাজির ছিলেন। গুরুচাঁদ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা হওয়ায় তাঁরা সকলেই খুশি। অনুষ্ঠান ঘিরে বাগদা ব্লকের মতুয়া ভক্ত, পাগল, গোঁসাই দলপতিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হাজার হাজার মতুয়া ভক্ত ডঙ্কা, কাঁসর নিয়ে অনুষ্ঠান মঞ্চের পাশে জড়ো হন।

কয়েক মাস আগে গোপালনগরের সভা থেকে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে রাজ্য সরকারের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুচাঁদ ঠাকুরের এই মূর্তিটির উচ্চতা আট ফুট। ঠাকুরনগর স্টেশন, ঠাকুরবাড়িতে গুরুচাঁদ ঠাকুরের (Guruchand Thakur) শ্বেতপাথরের ছোট মূর্তি থাকলেও বনগাঁ মহকুমায় এতবড় উচ্চতায় তাঁর পূর্ণাবয়ব মূর্তি ছিল না। বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর গোপাল শেঠ বলেন, গুরুচাঁদ ঠাকুর আমাদের সবার কাছে দেবতা। তাঁর মূর্তি বসাতে পেরে আমরা গর্বিত। মুখ্যমন্ত্রী প্রথমদিন থেকেই মতুয়াদের সঙ্গে রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Matua, #Guruchand Thakur

আরো দেখুন