রাজ্য বিভাগে ফিরে যান

বোমার আঘাতে জখম রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন

February 17, 2021 | 2 min read

বোমার আঘাতে আহত হলেন রাজ্যের শ্রমদপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন (Zakir Hossain)। বুধবার ঘটনাটি ঘটেছে নিমতিতা স্টেশনে (Nimtita railway station)। কলকাতায় আসার জন্য সেখান থেকেই ট্রেন ধরার কথা ছিল মন্ত্রীর। তাঁর আঘাত গুরুতর। সবচেয়ে বেশি আঘাত লেগেছে মন্ত্রীর পায়ে। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।

মন্ত্রীর ঘনিষ্ঠ দীপক দাস জানান, বৃহস্পতিবার কলকাতায় দলের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তিস্তা-তোর্সা এক্সপ্রেস ধরতে নিমতিতা স্টেশনে যাচ্ছিলেন। স্টেশনে ওঠার ঠিক মুখেই হঠাৎ বিস্ফোরণ হয়। গুরুতর জখম অবস্থায় মন্ত্রীকে দ্রুত জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অনুগামীদের বক্তব্য, কয়েক বছর আগে জাকির হোসেনের হার্টের চিকিৎসা হয়েছিল। ফলে এই ঘটনায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে।

বোমার আঘাতে ঘটনাস্থলে উপস্থিত আরও ২০ জন আহত হয়েছেন। তাঁদের মহিশাল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। তাঁরা মন্ত্রীর সঙ্গেই স্টেশনে যাচ্ছিলেন। আচমকা বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। পুলিস জানিয়েছে, পুরো ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। তদন্ত চলছে। মুর্শিদাবাদ জেলার তৃণমূলের সভাপতি আবু তাহের খান বলেন, ‘জাকির হোসেন জেলার অত্যন্ত জনপ্রিয় নেতা। রাজনৈতিক কারণেই তাঁকে নিশানা করে হামলা হয়েছে। পুলিসের তদন্তে আমাদের আস্থা রয়েছে। আশা করছি, দুষ্কৃতীরা শীঘ্রই ধরা পড়বে। অনুগামীরা জানাচ্ছেন, মন্ত্রীকে প্রায় দেড় বছর আগে পাচারকারীরা হুমকি দিয়েছিল। এর নেপথ্যে পাচারকারীদের হাত রয়েছে নাকি রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটেছে তা পুলিস খতিয়ে দেখছে।
প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, নিমতিতা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আগে থেকেই বিস্ফোরক রাখা হয়েছিল। মন্ত্রী যে ওই সময়ে ট্রেন ধরতে স্টেশনে আসবেন, সেই তথ্য দুষ্কৃতীদের কাছে আগে থেকেই ছিল। তবে কী ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। একজনের হাত উড়ে গিয়েছে। বাকিদেরও আঘাত গুরুতর।

বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে আরপিএফ, জিআরপি এবং পুলিস। শুরু হয় নাকা চেকিংও। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর পিছনে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘জাকির হোসেনের উপর হামলার তীব্র নিন্দা করছি। অপরাধীদের শাস্তি চাই। তৃণমূলের মধ্যে উনি ব্যতিক্রমী ব্যক্তিত্ব। সততার রাজনীতি তৃণমূলের কাছে গ্রহণযোগ্য নয়। উনি সৎ বলেই হামলা হয়েছে।’

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, যে রাজ্যে খোদ একজন মন্ত্রীরই সুরক্ষা নেই, সেখানে আমজনতা কীভাবে সুরক্ষিত থাকবে বোঝাই যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jakir Hossain, #Nimtita railway station

আরো দেখুন