জাকির হোসেনকে মেরে ফেলার গভীর ষড়যন্ত্র, ইঙ্গিত মমতার
গত বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের (Zakir Hossain) ওপর বোমা ফেলে দুষ্কৃতীরা। জাকির-সহ মোট ১৪ জন জখম হন। তাদের রাতেই কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ মন্ত্রী সহ অন্যান্য আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।
এই ঘটনার পেছনে বৃহৎ ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, খুব বড় ষড়যন্ত্ৰ করা হয়েছে। ভয়াভয়তা দেখে আমি শিউরে উঠেছি। মোটিভ পুলিশ খুঁজে বের করবে। স্টেশন অন্ধকার ছিল, কোন পুলিশ ছিল না। রেলের এলাকায় বোমা বিস্ফোরণের মতো এইরকম ভয়ঙ্কর ঘটনা ঘটা সত্ত্বেও রেল কর্তৃপক্ষ কেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না!
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, প্রায় ২৬ জন আহত হয়েছেন। কয়েকজনকে চোখে দেখা যাচ্ছে না। তিনি জানান যে সিআইডি ঘটনার তদন্ত করছে। ঘটনাস্থল থেকে প্রমাণ জোগাড় করে টা খতিয়ে দেখা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘কেউ কিছু লুকোতে চাইলে বরদাস্ত করা হবে না। আমার দলের মন্ত্রী সহ ২৬ জন কর্মী মৃত্যুর সাথে লড়ছে। জাকিরের অবস্থা ভালো না হাত পা ঝলসে গেছে। ‘
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘বেশি আহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। কারো হাত বা পা বাদ পড়লে কৃত্তিম হাত পা লাগানোর ব্যবস্থা সরকার করবে। কম ক্ষতিগ্রস্থদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।