মুক্তি পেল পর্যটন মন্ত্রীর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম
রাজনীতিক হিসেবে বঙ্গবাসী চেনেন। কিন্তু এবার শিরোনামে গায়ক গৌতম দেব (Goutam Deb)! মুক্তি পেল তাঁর রবীন্দ্র সংগীতের অ্যালবাম। রবি ঠাকুরের কবিতা ও গানের মেলবন্ধন ঘটেছে ‘এ জীবন পুণ্য করো’ শীর্ষক অ্যালবামে। কবিতা পাঠ করেছেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। নিঃসন্দেহে মন্ত্রীর গানের সঙ্গে সৌমিত্রর কবিতা বড় প্রাপ্তি। তা মানছেন গৌতম দেবও। তাঁর কথায়,’অ্যালবামের আকর্ষণ সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুর আগে এটাই তাঁর শেষ কাজ।’
কলকাতা পোর্ট ট্রাস্টের অফিসার্স ক্লাবে গৌতম দেবের (Goutam Deb) অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে ছিলেন কবি সুবোধ সরকার, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, পরিচালক অরিন্দম শীল, অভিনেতা অর্জুন চক্রবর্তী ও ইউডি সিরিজের কর্ণধার রাজকল্যাণ রায়। আবহ সঙ্গীতে রয়েছেন সুদীপ্ত সাহা। গৌতম দেবের কথায়,’গানের চর্চা ছিলই। তবে সিডি বা অ্যালবামের কথা ভাবিনি।
রাজনীতির ময়দানে আসলেও শিল্পীসত্ত্বা অনেকেই ছাড়েননি। গান, কবিতা লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। শতাধিক বইও প্রকাশিত হয়েছে তাঁর।ছবিও আঁকেন। তাঁর পূর্বসূরী বুদ্ধদেব ভট্টাচার্যও প্রচুর বই লিখেছেন। আবার বিজেপিতে বাবুল সুপ্রিয় রাজনীতির পাশাপাশি গানও চালিয়ে যাচ্ছেন। অভিনয়ও করেছেন সৃজিতের ছবিতে। এই দীর্ঘ তালিকায় নয়া সংযোজন গায়ক গৌতম দেব।