বুথ স্তরে লোক নেই বিজেপির, বিড়ম্বনা
বাংলা দখলের ডাকই সার। বুথস্তরে কার্যত লোকই নেই বিজেপির (BJP)। তাই পার্টিকর্মীদের জন্য ২৫ দফা নির্দেশিকা জারি করে বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2021) আগে অবস্থা সামাল দিতে মরিয়া গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ইতিমধ্যেই বঙ্গ বিজেপিকে ২০০টিরও বেশি বিধানসভা আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। কিন্তু দলের অন্দরের খবর, বাংলা দখলের স্বপ্ন দেখলেও বুথস্তরের সংগঠন শক্তিশালী করতেই একপ্রকার হিমশিম খাচ্ছে পদ্মশিবির। বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে এখন বুথ সচল রাখাই অন্যতম বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে কর্মীদের জন্য নির্দেশিকা জারি করে তারা বলেছে, প্রতি বুথে অন্তত দুই থেকে তিনজন সদস্যকে চিহ্নিত করতে হবে। তাঁরা বুথকে ‘জীবিত’ রাখবেন। যাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এ ব্যাপারে বুধবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত লোকসভা নির্বাচনে বাংলায় অনেক আসনে জিতেছে বিজেপি। ফলে কোনও বুথেই দলের লোক নেই, এমন অভিযোগ সঠিক নয়। তবে রাজ্যে এমন কিছু বুথ রয়েছে, যেগুলিতে সংগঠন আরও মজবুত করতে হবে। সেই কারণে যেমন নির্দেশিকা জারি করা হচ্ছে, তেমনই বুথভিত্তিক একাধিক কর্মসূচিও নিচ্ছে দল।’ কিন্তু প্রশ্ন হল রাজ্যে এমন বুথের সংখ্যা কত? দিলীপবাবুর চটজলদি জবাব, ‘২০ শতাংশ।’ বাংলায় নির্বাচনী প্রস্তুতির লক্ষ্যে বঙ্গ নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই একাধিক বৈঠক করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। দলীয় সূত্রের খবর, সেই সব আলোচনার নির্যাস অনুযায়ী ২৫ দফা নির্দেশিকা তৈরি করেছেন দিলীপ ঘোষরা। দলের নিচুতলার কর্মীদের মধ্যে তা বণ্টনও করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, সব বুথকে চারটি ভাগে বিভক্ত করতে হবে। ২০ জনের বেশি সদস্য থাকলে, সেটি হবে ‘এ’ স্তরের বুথ। সদস্য সংখ্যা ১০ জনের বেশি, এমন বুথগুলি ‘বি’ স্তর হিসেবে চিহ্নিত থাকবে। পাঁচজন সদস্যের ক্ষেত্রে ‘সি’ স্তর এবং মাত্র একজন সদস্য হলে সেই বুথকে ‘ডি’ স্তর হিসেবে দেখা হবে। এসসি, এসটি, ওবিসি এবং মহিলা সদস্য মিলিয়ে প্রতি বুথে অন্তত ২০ জন নতুন সদস্যের লক্ষ্যমাত্রা নিতে হবে কর্মীদের। বিজেপির প্রতিষ্ঠা দিবস, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস, ‘পশ্চিমবঙ্গ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ দিবস—এই কর্মসূচিগুলিও বাধ্যতামূলকভাবে পালন করতে হবে প্রতি বুথে।