কলকাতা বিভাগে ফিরে যান

প্রার্থী করতে চায়নি তৃণমূল, তাই বিজেপিতে যোগ দিলেন যশ? জল্পনা তুঙ্গে

February 18, 2021 | 2 min read

তৃণমূলে(TMC) প্রার্থী হওয়ার নিশ্চয়তা না পেয়েই অভিনেতা যশ দাশগুপ্ত(Yash Dasgupta) বিজেপিতে যোগ দিয়েছেন । এমনই খবর তৃণমূল সূত্রে জানা গেছে। তৃণমূল সাংসদ নুসরাত জাহানের(Nusrat Jahan) সঙ্গে যশ দাশগুপ্তর বিশেষ বন্ধুত্ব সবার জানা। সেই নুসরাতের সঙ্গে যশ দাশগুপ্ত সম্প্রতি তৃণমূলনেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। মমতার কাছে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেন যশ। তৃণমূল সূত্রে জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যশ দাশগুপ্তকে বলেন প্রার্থী নির্বাচন নিয়ে দলে যখন আলোচনা হবে তখন বিষয়টা ভেবে দেখা হবে। তার পর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যশ দাশগুপ্তর কথা হয়নি। এর পরই যশ দাশগুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার মেসেজে করে জানান , বিজেপি তাঁকে প্রার্থী করবেন তাই তিনি বিজেপিতে(BJP) যোগ দিচ্ছেন।

এখন প্রশ্ন উঠছে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ের জন্য আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনিই আবার সামান্য কালক্ষেপ না করে কী ভাবে মমতার বিরুদ্ধে লড়ার জন্য বিজেপি শিবিরে নাম লেখাতে পারেন? এখানে রাজনীতির মূল জায়গাটা কী তাহলে অর্থহীন হয়ে যাচ্ছে? রাজনীতিতে নীতি-আদর্শ, মতাদর্শ বলে কী কিছুই কাজ করছে না?

এই প্রসঙ্গে যশ দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে বিজেপিতে যোগ দিয়ে যশ দাশগুপ্ত বুধবারই বলেছিলেন, “আমি বিজেপিতে যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ চেয়েছি ওনাকে মেসেজে করে।”

তবে জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আগেই যশ দাশগুপ্ত ও তাঁর এক বান্ধবী পুনাম ঝা-র সঙ্গে মুকুল রায়ের কাছে দেখা করতে যান ও প্রার্থী হওয়ার বিষয়ে আলাপালোচনা করেন । মুকুল রায়ের সঙ্গে মূলত প্রার্থী হওয়া নিয়ে যশ-এর কথা হয়। তারপর যশ দাশগুপ্ত তাঁর আর এক বান্ধবী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান। মমতার কাছে তৃণমূলের প্রার্থী হওয়ার প্রস্তাব দেন। তবে এই প্রস্তাবের পর মমতার বক্তব্য তাঁর কাছে তেমন গ্রহণযোগ্য হয়নি, যতটা মুকুল রায়ের বক্তব্য তাঁর কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। তাই যশ শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিয়েছেন বলেই যশ দাশগুপ্তর ঘনিষ্ট সূত্রে জানা যাচ্ছে।

রাজনীতির মধ্যে নীতির একটা বিষয় থাকে সেটা যখন লঘু হয়ে যায় তখন এমন ঘটনা ঘটে বলে মন্তব্য করেছেন সাহিত্যিক ও সমাজকর্মী কিন্নর রায়। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে এভাবে রাজনৈতিক পালা বদলের চিত্রটা এতটা প্রকট ছিল না। অতীতে রাধিকা রঞ্জন প্রামানিক ও মনোরঞ্জন হাজরা দল বদল করার পর তাঁদের রাজনৈতিক অস্তিত্বই বিলোপ পেয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে দল বদলই দস্তুর।”

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #West Bengal Election 2021, #yash dasgupta, #Mamata Banerjee

আরো দেখুন