মহিলা সংরক্ষণ – অমিতের প্রতিশ্রুতির পাল্টা ডেরেকের
আজ দক্ষিণ ২৪ পরগনা(South 24 Parganas) জেলার নামখানায়(Namkhana) বিজেপির(BJP) পঞ্চম পরিবর্তন যাত্রার(Parivartan Jatra) সূচনা করেন অমিত শাহ(Amit Shah)। সেই সভা থেকে স্বভাবতই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সাথে প্রতিশ্রুতি দেন, বাংলায় ক্ষমতায় এলে রাজ্যে মহিলাদের ৩৩% সংরক্ষণ দেবে বিজেপি।
অমিত শাহের এই দাবিকে কটাক্ষ করতে সময় নষ্ট করেনি তৃণমূল(TMC)। কালবিলম্ব না করে দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন(Derek O Brien) বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর পর্যটক দল আবার লাই ডিটেক্টর টেস্টে ফেল হলেন। ডেরেকের দাবি, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত স্তরে ইতিমধ্যেই মহিলাদের ৫০% সংরক্ষণ আছে।
ডেরেক আরও বলেন, কেন্দ্রে ম-শা সরকার এখনও মহিলা সংরক্ষণ বিল আনেনি। লোকসভায় বিজেপির মহিলা সাংসদের সংখ্যা ১৪%, রাজ্যসভায় ১১%। তৃণমূলের মহিলা সাংসদের সংখ্যা ৪১% (লোকসভায়) ও ৩১% (রাজ্যসভায়)।