মাদক পাচার করতে মহিলাদের ব্যবহার করছে বিজেপি, তোপ চন্দ্রিমার
নিউ আলিপুরে কোকেন-সহ(Cocaine) বিজেপির যুব(BJYM) নেত্রী গ্রেফতার। প্রায় ১০০ গ্রামের ওপর কোকেন, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা, সহ গ্রেফতার হয়েছেন বিজেপি(BJP) নেত্রী পামেলা গোস্বামী(Pamela Goswami)। মাদক(Drugs) রাখার অভিযোগে সঙ্গী-সহ বিজেপি নেত্রী গ্রেফতার। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা প্রবীর দে-কে(Prabir Dey)। তাঁরা দু’জনেই একটা গাড়ি করে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামী। হুগলি বিজেপির যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামী।
এর আগে ২০১৭ সালে দত্তক দেওয়ার নাম করে বিদেশে শিশু পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছিল জলপাইগুড়ির একটি হোমের বিরুদ্ধে। সেই অভিযোগে নাম জড়ায় বিজেপির রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা জুহি চৌধুরীর। নাম জড়ায় বর্তমান সাংসদ রূপা গাঙ্গুলিরও, তাঁকে খোয়াতে হয় রাজ্য মহিলা মোর্চার সভাপতির পদ।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে থেকে চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) বলেন, ‘আগেও বিজেপি কর্মীদের অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকতে দেখা গিয়েছে। এই কাজ করার জন্য মহিলাদের নিয়োগ করেছে বিজেপি। ‘