সুদীপ রাহা। তৃণমূলের সর্বকনিষ্ঠ মুখপাত্রদের অন্যতম। টিভি আলোচনায় এক অতি পরিচিত মুখ। এছাড়াও, দলীয় কর্মসূচিতে উত্তর থেকে দক্ষিণ – জেলায় জেলায় সভা সমাবেশে দেখা যায় তাকে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দৃষ্টিভঙ্গির মুখোমুখি হয়েছিলেন সুদীপ। ভোটের স্ট্রাটেজি থেকে ফলাফল, বিজেপি থেকে সিপিএম – সব বিষয়ে খোলামেলা সাক্ষাৎকার।