রাজ্য বিভাগে ফিরে যান

মাথা ঠান্ডা রেখে ভোট পরিচালনার পাঠ বুথকর্মীদের

February 19, 2021 | 2 min read

ভোটের দিন বুথের মাটি কামড়ে পড়ে থাকতে হবে। প্রশিক্ষণ শিবিরে এমনই বার্তা দিলেন তৃণমূল (Trinamool) নেতৃত্ব। ভোট প্রচারের কর্মসূচিতে কর্মীদের আচরণ থেকে ইভিএম নিয়ে পাঠ, সবই উঠে এল নেতৃত্বের বার্তায়।

বিধানসভা ভোটের ঠিক প্রাক মুহূর্তে রাজ্যের ২৯৪টি বিধানসভার বুথ কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের (Training Camp) আয়োজন করেছিল তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই শিবির অনুষ্ঠিত হয়। যেখানে বিধানসভাভিত্তিক পাঁচজন করে প্রতিনিধি হাজির ছিলেন। দলের কর্মীদের ভোট পর্ব নিয়ে একাধিক নির্দেশিকা দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাধন পান্ডে, অরূপ বিশ্বাস, সাংসদ সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েনরা। বৈঠক সূত্রে জানা গিয়েছে, নেতৃত্ব বলেছেন, পা গরম আর মাথা ঠান্ডা রাখতে হবে। অর্থাৎ ভোটের কাজে ছোটাছুটি চলবে, কিন্তু কাজ মাথা ঠান্ডা রেখেই। সেইসঙ্গে এটাও বলা হয়েছে, বুথ আগলে রাখতে হবে। মকপোলের শুরু থেকে ভোটগ্রহণ শেষ পর্যন্ত কোনওভাবেই বুথ ছাড়া চলবে না। এমনকী, প্রয়োজনবোধে রিলিভার না দেওয়ার কথা উঠে এসেছে। বলা হয়েছে, খুব প্রয়োজন না হলে বুথ এজেন্ট বুথেই থাকবেন। সবদিকে নজর রাখবেন। এজেন্টদের বাধা, আক্রমণ কিংবা বুথে কোনও সমস্যা হলে তা কমিশনকে যেমন জানাতে হবে, তেমনই দলকেও সঙ্গে সঙ্গে জানানোর কথা বলা হয়েছে। ইভিএমে কোনও কারচুপি হচ্ছে কি না, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। জানা গিয়েছে, কর্মীদের উদ্দেশ্যে নেতৃত্ব বলেছেন, স্ট্রং রুম পাহারায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। কিন্তু বাইরে থেকে কর্মীরাও নজর রাখবেন সবসময়। ভোটার লিস্ট মিলিয়ে দেখার কাজ খুব ভালোভাবে করার নির্দেশ দেওয়া হয়েছে।

সেইসঙ্গে উঠেছে প্রার্থীর প্রচারের প্রসঙ্গ। সূত্রের খবর, নেতৃত্ব বৈঠকে বলেছেন, প্রার্থীর বিষয়ে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর কোনও প্রয়োজন নেই। প্রার্থীর সম্পর্কে যা তথ্য তা প্রচারপত্রে তুলে ধরতে হবে। প্রচারের সময় বাড়ি বাড়ি যাবেন কর্মীরা। কিন্তু সেখানে কোনও কর্মীদের বিরুদ্ধে অভিযোগ থাকলে, তাঁকে না নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এটাও বলা হয়েছে, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষ যা বলবে, তা শুনবেন, পরামর্শ নেবেন, দলের কথা তুলে ধরবেন। কিন্তু গৃহস্থের বাড়িতে গিয়ে সমালোচনার মুখে পড়তে হলেও, কেউ পাল্টা কোনও তির্যক মন্তব্য করবেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#trinamool, #West Bengal Assembly Elections 2021, #Netai Indoor Stadium

আরো দেখুন